নোবেলের সঙ্গে কলকাতার যোগ, এই কৃতীরা থাকতেন এই শহরে
Last Updated:
নোবেলের সঙ্গে কলকাতার কানেকশন অবশ্য সেই ১৯০২ সাল থেকে। রোনাল্ড রসের হাত ধরে
#কলকাতা: ফের কলকাতার ছেলের হাতে নোবেল। নোবেলের সঙ্গে কলকাতার কানেকশন অবশ্য সেই ১৯০২ সাল থেকে। রোনাল্ড রসের হাত ধরে।
কলকাতার আবারও বিশ্বজয়। কলকাতার ছেলের হাতে আবারও নোবেল। অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এই শহরেই বড় হয়েছেন। এই কলকাতা থেকেই প্রথম পেয়েছেন তাঁর অর্থনীতির ভাবনা-গবেষণার রসদ। এর আগে এ শহর পেয়েছে আরও পাঁচ নোবেলজয়ীকে। যাঁদের কারও কারও জন্মভূমি কলকাতা, কারও কর্মভূমি। যেমন রোনাল্ড রস। এই ব্রিটিশ চিকিৎসক যে কাজের জন্য নোবেল পান, তার গবেষণা চালিয়েছিলেন এই কলকাতায় বসেই।
advertisement
-১৯০২ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পান রোনাল্ড রস
advertisement
-ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার এবং মানুষের দেহে সংক্রমণ বিশ্লেষণের জন্য
-১৮৯৮ সালে কলকাতায় আসেন রোনাল্ড রস
-এ শহরে বসেই তিনি গবেষণার কাজ চালিয়ে যান
এরপর কলকাতার হাতে নোবেল তুলে দেন এ শহরের সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি রচনার জন্য ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান।
advertisement
১৭ বছর পর আবার এ শহরের মাথায় শ্রেষ্ঠত্বের শিরোপা। এবার সি ভি রামন।
- আলোকরশ্মির বিকিরণ সংক্রান্ত রামন এফেক্ট আবিষ্কারের জন্য ১৯৩০ সালে পদার্থবিদ্যায় নোবেল পান চন্দ্রশেখর ভেঙ্কট রামন
- এশিয়ায় সেই প্রথম পদার্থবিদ্যায় নোবেল
- পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে তিনি ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন
- সেই সময় তিনি কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স গবেষণাও চালান
advertisement
- কলকাতায় বসে সেই গবেষণাতেই তিনি আবিষ্কার করেন রামন এফেক্ট, যার জন্য তাঁর নোবেল জয়
এরপর কলকাতার হাতে নোবেল পদক তুলে দেন, কলকাতায় না জন্মেও যিনি কলকাতার মেয়ে, বিশ্বের কাছে যিনি মাদার.... মাদার টেরিজা
- অনাথ ও গরিব মানুষের সেবা করেছেন জীবনভর
- এই কাজের জন্যই ১৯৭৯ সালে তিনি পান শান্তি নোবেল
advertisement
- ১৯৫০ সালে মিশনারিজ অফ চ্যারিটি তৈরি করেন মাদার টেরিজা, যার সদর দফতর এই কলকাতায়
- এ শহর দেখেছে তাঁর দীর্ঘ কর্মজীবন...
- এ শহর দেখেছে মাদার-যুগের সমাপ্তিও
নয়ের দশকের শেষের দিকে, কলকাতার নোবেল কানেকশনে নতুন অধ্যায় যোগ হয় অমর্ত্য সেনের হাত ধরে।
- কল্যাণমূলক অর্থনীতি নিয়ে কাজের জন্য ১৯৯৮ সালে নোবেল পান অমর্ত্য সেন
advertisement
- মর্ত্যের সেরা অমর্ত্য কলকাতার প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী
- প্রেসিডেন্সি থেকে তিনি অর্থনীতিতে স্নাতক হন
এ বছর ফের এক বাঙালি, ফের এক প্রেসডেন্সির প্রাক্তনী, ফের এক কলকাতার ছেলের নোবেলজয়। অমর্ত্য সেনের পরে এবার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2019 11:47 PM IST