‘‘শিল্প গড়তে জমি প্রধান সমস্যা নয়, রাজ্যে দ্রুত আসতে পারে বিপুল বিনিয়োগ ’: ASSOCHAM
Last Updated:
রাজ্যে শিল্প গড়তে সমস্যা নয় জমি। প্রয়োজন জমির সুষ্ঠু ব্যবহার। শিল্প-বিনিয়োগ সংক্রান্ত রিপোর্টে রাজ্যে শিল্প-সম্ভাবনার ইতিবাচক দিকই তুলে ধরল অ্যাসোচেম।
#কলকাতা: রাজ্যে শিল্প গড়তে সমস্যা নয় জমি। প্রয়োজন জমির সুষ্ঠু ব্যবহার। শিল্প-বিনিয়োগ সংক্রান্ত রিপোর্টে রাজ্যে শিল্প-সম্ভাবনার ইতিবাচক দিকই তুলে ধরল অ্যাসোচেম। বণিকসভার সমীক্ষা জানাচ্ছে আগামী পাঁচ বছরে রাজ্যে ১০ লক্ষ কোটিরও বেশি বিনিয়োগ আসতে পারে। কর্মসংস্থান তৈরি হতে পারে এক কোটি মানুষের। বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেরও ভুয়সী প্রশংসা করেছে অ্যাসোচেম।
তৃণমূল জমানার প্রথম পাঁচ বছরে বিনিয়োগ টানতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। বেঙ্গল লিডস, বেঙ্গল বিল্ডস বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করা হয়েছে। বিনিয়োগ টানতে সিঙ্গাপুর-লন্ডন পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। শাসকদলের দাবি, বাম-জমানার শিল্পবিরোধী তকমা ঘুচিয়ে রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তি তৈরি করা গিয়েছে। এবার জাতীয় স্তরের বণিকসভা অ্যাসোচেমের রিপোর্টেও রাজ্যের শিল্পসম্ভাবনায় ইতিবাচক দিককেই তুলে ধরা হল। রাজ্যে তৃণমূল সরকারের দ্বিতীয় জমানার শুরুতেই শিল্প-বিনিয়োগ সংক্রান্ত রির্পোট প্রকাশ্যে আনল অ্যাসোচেম। বিনিয়োগের পথে কী কী পদক্ষেপ নেওয়া জরুরি, রিপোর্টে তারও উল্লেখ করেছে বণিকসভাটি।
advertisement
advertisement
অ্যাসোচেমের দাওয়াই
- ব্যবসা-বাণিজ্যের সুবিধা বা ‘ইজ অফ ডুইং’ বিজনেসে জোর
- চাকরিপ্রার্থী নয়, Entrepreneur তৈরিতে নজর
- পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার
- গ্রামীণ অর্থনীতিতে সুফল আনতে কৃষিক্ষেত্রে জোর
advertisement
- চালু হওয়ার পর পণ্য ও পরিষেবা কর থেকে সর্বোচ্চ সুবিধা আদায়
অ্যাসোচেমের দাবি, এই পথে চললে আগামী পাঁচ বছরে রাজ্যে ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসতে পারে।
এদিন বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেরও প্রশংসা করে বণিকসভা অ্যাসোচেম। শিল্প-বিনিয়োগ সংক্রান্ত রিপোর্টটি দ্রুতই মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর হাতে তুলে দিতে চায় অ্যাসোচেম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2016 8:35 PM IST