কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Last Updated:
রবিবারের গুরুত্বপূর্ণ খবরগুলি
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ রবিবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
পাঁচ বছরেও সাজা দূর অস্ত্, জামিনে মুক্ত অ্যাসিড হামলায় অভিযুক্তরা
advertisement
মহারাষ্ট্র পেরেছে। তার আগে দিল্লি, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য পেরেছে। কিন্তু পশ্চিমবঙ্গ এখনও পেরে উঠল না। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) বলছে, মহিলাদের উপরে অ্যাসিড হামলার ঘটনা দেশের মধ্যে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে। তার পরেই পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্রের স্থান নবম। তার রাজধানী শহরে প্রীতি রাঠি নামে দিল্লির এক নার্সের উপরে অ্যাসিড হামলা এবং তাঁকে খুনের ঘটনাকে ‘বিরল থেকে বিরলতম’ চিহ্নিত করে বৃহস্পতিবার মুম্বইয়ের বিশেষ মহিলা আদালত দোষী অঙ্কুরলাল পানোয়ারের ফাঁসির সাজা ঘোষণা করেছে। গত পাঁচ বছরে এ রাজ্যে অ্যাসিড হামলার ঘটনা বেলাগাম ভাবে বেড়ে হয়েছে ১২৫টি। আক্রান্তদের কারও মৃত্যু হয়নি ঠিকই, কিন্তু অঙ্গহানি হয়েছে। মাত্র কয়েক জন সরকারি ক্ষতিপূরণ পেয়েছেন। অথচ, সাজা হয়নি কোনও অভিযুক্তের!
advertisement
রাস্তায় প্রসব সোনামণির, আর্তি শুনেও মুখ ফিরিয়ে থাকল লাতেহার
জাতীয় সড়কের ধারে খোলা আকাশের নীচে সদ্য প্রসব হওয়া সন্তানকে নিয়ে শুয়ে রয়েছেন মা সোনামণি। যন্ত্রনায় কাতরাচ্ছেন তিনি। পাশে বসে অসহায় আরও তিনটি ছোট ছোট সন্তান। পথচলতি মানুষ আছে, কিন্তু কেউই ফিরে দেখছে না। এমনই অমানবিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকল ঝাড়খণ্ডের লাতেহার।
advertisement
রিওয় সোনার লাফ ভারতের ছেলের
তখনও ঘোর কাটেনি। ফোনে কথা বলতে বলতে মাঝে মাঝে থামছিলেন বছর একুশের মরিয়াপ্পন থঙ্গভেলু। রিও দে জেনেইরোতে তখন ভোর তিনটে। তবু চোখে ঘুম নেই তাঁর। বলছিলেন, ‘‘এই একটা মুহূর্তের জন্যই তো এত দিনের পরিশ্রম!’’
প্রভাব কমেছে কোথায়, কোর্টে বলবে সিবিআই
তাঁকে জামিন দিতে গিয়ে শুক্রবার নিম্ন আদালত বলেছে, ‘এখন পরিস্থিতি বদলেছে। অভিযুক্ত (মদন মিত্র) আর মন্ত্রী বা বিধায়ক নন। উনি এখন সাধারণ মানুষ।’ আর তার পরেই সিবিআই প্রশ্ন তুলেছে, মদন মিত্র সাধারণ মানুষ হলে তাঁর জামিনের খবর পেয়ে শাসক দলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন আদালতে গেলেন? কেন সেখানে দাঁড়িয়ে বললেন, ‘‘মদনের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে যে, ও প্রচারে (বিধানসভার ভোটে কামারহাটির প্রার্থী হিসাবে) যেতে পারেনি। তা সত্ত্বেও আমাদের দলনেত্রীর পাশে ছিল মদন। আর্ত মানুষের পাশে ছিল।’’ শনিবার মিউনিখ থেকে কলকাতা বিমানবন্দরে নেমে তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় কেন বললেন, ‘‘মদন মিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে? অযথা কুড়ি মাস ধরে যে ভাবে ওঁকে (মদনকে) আটকে রাখা হয়েছিল, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আর কিছু নয়।’’
advertisement
জামিন পেয়েও বাড়ি ফেরা হল না মদনের, ঠাঁই নিতে হল হোটেলেই
জামিনের পর জেল থেকে ছাড়া পেয়েও বাড়ি ফিরতে পারলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র। আদালতের নির্দেশের গেরোয় পড়ে শনিবার বাড়ির কাছেই ভবানীপুর থানা এলাকার এক হোটেলে উঠতে হল তাঁকে। হরিশ মুখার্জি রোড এবং শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের সংযোগস্থল সংলগ্ন ওই হোটেলই আপাতত তাঁর ঠিকানা। এদিন সকালে তাঁর ছোট ছেলে এবং দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে জেল থেকে বেরিয়ে এসে সোজা সেই হোটেলে ঢুকে পড়েন তিনি। তবে বাড়িতে এখনই না ফিরতে পারলেও ঘরোয়া রান্না, আপনজন, অনুরাগীদের ভালোবাসা, শুভেচ্ছায় তাঁর স্বস্তি টের পাওয়া গিয়েছে।
advertisement
এবার তৃণমূলকেই ‘আসল কংগ্রেস’ বললেন মানস
মানসবাবু বলেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি কি না এখনই কিছু বলছি না। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসই ‘আসল কংগ্রেস’ হিসাবে প্রমাণিত হয়েছে। এটাই বাস্তব। বাংলার কংগ্রেস কর্মীরা এটা বুঝতে পেরেছেন। কংগ্রেস আইসক্রিমের মতো ক্রমশ গলে যাচ্ছে।
বয়লার বিস্ফোরণ, বাংলাদেশে মৃত ২৬, জখম অন্তত ৭৪
advertisement
ফের ভয়াবহ আগুন বাংলাদেশে। রাজধানী ঢাকার গাজিপুরের একটি কারখানায় বয়লার ফেটে মৃত্যু হল কমপক্ষে ২৬ জনের। জখম ৭০-এরও বেশি। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা সংকটজনক। জখমদের বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকারি কর্মীর ফাঁকিবাজি: অভিযোগ জানাতে অ্যাপ আনছে রাজ্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালাচ্ছেন সরকারি কর্মীদের বাগে আনতে। ‘আসি যাই মাইনে পাই’-এর অভ্যাস ছেড়ে সময়ে অফিস এসে সময়ে কাজ করার দাওয়াই দিতে তিনি চালু করেছেন রাইট টু পাবলিক সার্ভিস বা জন পরিষেবা অধিকার আইন। কিন্তু আইন হয়েছে অনেক দিন। সেই আইন মেনে কাজ হচ্ছে কি? আমজনতা সত্যিই কি সময়ে কাজ পাচ্ছেন?
advertisement
মা সব্জি বেচেন, ছেলে সোনার টুকরো
পাঁচ বছর বয়সে বাড়ির সামনে খেলা করছিলেন তিনি ৷ সে সময়ই তাঁর ডান পায়ের পাতার উপর দিয়ে চলে গিয়েছিল সরকারি বাস ৷ তারপর থেকেই তাঁর হাঁটুর তলা থেকে পায়ের পাতা কার্যত নেই ৷ পলকে প্রতিবন্ধী হয়ে গিয়েছিলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷
কাশ্মীরের অগ্নিগর্ভ ৪ জেলায় ফিরল সেনা
উত্তপ্ত পরিস্থিতির জেরে ফের সেনা ফিরল কাশ্মীরের বেশ কয়েকটি জেলায় ৷ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, শোপিয়ান, কুলগাঁও ও অনন্তনাগ জেলার গ্রামীণ এলাকায় শুক্রবার থেকে সেনা টহলদারি শুরু হয় ৷
ঢাকায় Shootout! পুলিশের উপর হামলা চালিয়ে আটক মহিলা জঙ্গি
বাংলাদেশে এবার পুলিশের জালে এক মহিলা জঙ্গি ৷ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর আহত এই মহিলা ৷ বাংলাদেশে সন্ত্রাসের ইতিহাস এই প্রথম কোনও মহিলা জঙ্গি সরাসরি আক্রমণ চালাল পুলিশের উপর বলে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর ৷
ফের AAP! যৌন নিগ্রহের অভিযোগে বিপাকে আরেক বিধায়ক
সন্দীপ কুমারের পর এবার আমানাতুল্লাহ খান ৷ আপ মন্ত্রী সন্দীপ কুমারের সেক্স সিডি নিয়ে যখন ঘরে বাইরে চাপে দিল্লির আপ সরকার, তখনই ফের যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত আরেক বিধায়ক ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2016 10:15 AM IST