নভেম্বরেই বাজারে আসছে গোল্ড বন্ড
Last Updated:
কী এই গোল্ড বন্ড ? বলা ভাল ভার্চ্যুয়াল বন্ড। যেখানে সরাসরি সোনা কেনা যাবে না। হলুদ ধাতুটিতে লগ্নি করা যাবে। কাঁচা সোনার বদলে সম-পরিমাণ সোনার জন্য বন্ড কেনা যাবে। অর্থাৎ কেউ হয়ত ২০ গ্রাম সোনা কিনতে চান। তার বদলে এই পরিমাণ সোনার যা দাম, তাই দিয়ে বন্ড কিনতে পারবেন। মেয়াদ শেষে ইচ্ছে করলে এই বন্ড বেচে টাকা নগদ করে নেওয়া যাবে।
#কলকাতা: অবশেষে বাজারে আসছে গোল্ড বন্ড। ভার্চ্যুয়াল এই দেশীয় বন্ডে থাকছে সুদের ব্যবস্থাও। ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে বন্ড কিনলে মিলবে এই সুদ । প্রতিবছর ২.৭৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা। ২৬শে নভেম্বর থেকে বিক্রি শুরু হবে গোল্ড বন্ডের। শুক্রবারই জারি হয়েছে এই কেন্দ্রীয় বিজ্ঞপ্তি।
কী এই গোল্ড বন্ড ? বলা ভাল ভার্চ্যুয়াল বন্ড। যেখানে সরাসরি সোনা কেনা যাবে না। হলুদ ধাতুটিতে লগ্নি করা যাবে। কাঁচা সোনার বদলে সম-পরিমাণ সোনার জন্য বন্ড কেনা যাবে। অর্থাৎ কেউ হয়ত ২০ গ্রাম সোনা কিনতে চান। তার বদলে এই পরিমাণ সোনার যা দাম, তাই দিয়ে বন্ড কিনতে পারবেন। মেয়াদ শেষে ইচ্ছে করলে এই বন্ড বেচে টাকা নগদ করে নেওয়া যাবে।
advertisement
কেন্দ্র যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা হল-
advertisement
১. কমপক্ষে ২ গ্রাম সোনায় লগ্নি করতে হবে
২. একই অর্থবর্ষে ৫০০ গ্রামের বেশি সোনার বন্ডে টাকা ঢালা যাবে না
৩. বন্ডের মেয়াদ আট বছরের
৪. পাঁচ বছর পর ভাঙানোর সুযোগ থাকবে
advertisement
গোল্ড বন্ড বিক্রি করা হবে ব্যাঙ্ক ও ডাকঘরের মাধ্যমে। এখান থেকে বন্ড কিনলে মিলবে সুদ। ২৬শে নভেম্বর থেকে বন্ড বিক্রি শুরু হবে। আবেদনপত্র জমা নেওয়া হবে নভেম্বরের ৫ থেকে ২০ তারিখ পর্যন্ত।
গোল্ড বন্ডে সুদের পরিমাণ-
১. বছরে ২.৭৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা
২. সভরেন গোল্ড বন্ডে বিনিয়োগে মিলবে সুদ
advertisement
৩. বন্ড বিক্রির সুযোগও থাকবে
সোনা কেনার প্রবণতায় রাশ টানতে কেন্দ্রের এই উদ্যোগ। এ বছর বাজেটেই গোল্ড বন্ড ছাড়ার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সরাসরি সোনায় লগ্নি কমানোই লক্ষ্য। কেন্দ্রের দাবি, অনেক আগে থেকে সোনা কিনে আর ঘরে ফেলে রাখতে হবে না । বজায় থাকবে সুরক্ষাও। গোল্ড বন্ড কিনলে কিছুটা আয়ও হবে। এদিকে সোনা কেনা কমলে, বিদেশ থেকে সোনা আমদানি খাতে খরচ কমবে দেশেরও। আগামী মাসেই বাজারে আসছে এই গোল্ড বন্ড।পাশাপাশি ঘরের সোনা ব্যাঙ্কে জমা রেখে সুদ পেতে শীঘ্রই চালু হতে চলেছে গোল্ড মানিটাইজেশন প্রকল্পও। সব মিলিয়ে দেশবাসীর সামনে এখন সোনার স্বপ্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2015 4:02 PM IST

