যুবভারতীতে এবছর আইএসএলের ম্যাচ হওয়ার আশা প্রায় নেই

Last Updated:

বৃহস্পতিবার শহরে এসেছিলেন আইএসএলের প্রতিনিধিরা। এটিকে কর্তাদের সঙ্গে তাঁরা ঘুরে দেখেন যুবভারতী এবং মোহনবাগান মাঠ।

#কলকাতা:  আগামী অক্টোবর মাসে আইএসএলের জন্য যুবভারতী মাঠ দেওয়া সম্ভব নয় ৷ সাফ জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ৷ ২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কথাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত মোটামুটি নিয়েই ফেলেছে রাজ্য ক্রীড়া দফতর ৷ বৃহস্পতিবার আইএসএলের প্রতিনিধিদের এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ তাহলে অ্যাটলেটিকোর হোম গ্রাউন্ড শেষপর্যন্ত কোনটা হবে ? এটা নিয়েই উঠেছে প্রশ্ন ৷
হাতে বিকল্প যে দুটি মাঠ- বারাসত এবং মোহনবাগান ৷ দু’টো মাঠই একেবারেই আন্তর্জাতিক মানের নয় ৷ ফ্লাডলাইট থাকলেও ভাল ড্রেসিংরুম, মিডিয়া সেন্টার বা প্রেস বক্স কোনওটাই নেই এই দুটি মাঠে ৷ আর ময়দানে কোনও কিছু করলেই সবচেয়ে প্রথম বাধাটা আসবে সেনাবাহিনীর থেকেই ৷ তাই এখন কলকাতায় ম্যাচ আয়োজন নিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছেন আইএসএল কর্তারা ৷
advertisement
বৃহস্পতিবার শহরে এসেছিলেন আইএসএলের প্রতিনিধিরা। এটিকে কর্তাদের সঙ্গে তাঁরা ঘুরে দেখেন যুবভারতী এবং মোহনবাগান মাঠ। পরে দেখা করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। তিনি নিজের অবস্থানে অটল থাকেন। জানিয়ে দেন, পরের বছরের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য স্টেডিয়ামের নানা কাজ চলছে। অক্টোবরে ম্যাচ করা সম্ভব নয়। তবে সেনাদের বলে মোহনবাগান মাঠে যাতে আইএসএলের ম্যাচ হয় সেই চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
যুবভারতীতে এবছর আইএসএলের ম্যাচ হওয়ার আশা প্রায় নেই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement