শনিবার ম্যাচের এক ঘণ্টা আগেই উৎসব শুরু ইডেনে

Last Updated:

ম্যাচ সাড়ে সাতটা থেকে আরম্ভ হলেও শনিবার ইডেনে উৎসব শুরু হয়ে যাচ্ছে তার এক ঘণ্টা আগে (৬.৩০ মিনিট) থেকেই ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর দু’দেশের প্রাক্তন ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে ম্যাচ শুরু আগে ৷

#কলকাতা: টি২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ৷ টু্র্নামেন্টের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ ৷ টিকিটের চাহিদা ক্রমেই উর্ধ্বমুখী ৷ সর্বত্রই টিকিটের জন্য হাহাকার ৷ কিন্তু টিকিট মিলছে না ৷ এমনকী, ব্ল্যাকে চড়া দামেও এই ম্যাচের টিকিট কাটতে পিছপা হচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা ৷ আর তা হবে নাই বা কেন, শুধু তো আর ম্যাচ নয়, ম্যাচের পাশাপাশি থাকছে ভারত-পাকিস্তান দু’দেশের কিংবদন্তীদের ভিড় ৷ ম্যাচ সাড়ে সাতটা থেকে আরম্ভ হলেও শনিবার ইডেনে উৎসব শুরু হয়ে যাচ্ছে তার এক ঘণ্টা আগে (৬.৩০ মিনিট) থেকেই ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর দু’দেশের প্রাক্তন ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে ম্যাচ শুরু আগে ৷ পাকিস্তান থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রাক্তন চার অধিনায়ক ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস এবং ইনজামাম উল হক ৷ অন্যদিকে ভারতের প্রাক্তনদের মধ্যে থাকছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ এবং সুনীল গাভাসকর ৷ ম্যাচ শুরুর আগে ভারতের জাতীয় সঙ্গীত গাইবেন বিগ বি ৷ অন্যদিকে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়ার কথা বিখ্যাত গজল এবং সুফি গায়ক শফকত আমানাত আলির ৷ এদিকে শুক্রবার ম্যাচের আগের দিন ভারতীয় দল প্র্যাকটিস করবে দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত ৷ অন্যদিকে পাকিস্তান দলের প্র্যাকটিস শুরু হবে বিকেল পাঁচটা থেকে ৷ চলবে সন্ধে সাতটা পর্যন্ত ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শনিবার ম্যাচের এক ঘণ্টা আগেই উৎসব শুরু ইডেনে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement