শনিবার ম্যাচের এক ঘণ্টা আগেই উৎসব শুরু ইডেনে

Last Updated:

ম্যাচ সাড়ে সাতটা থেকে আরম্ভ হলেও শনিবার ইডেনে উৎসব শুরু হয়ে যাচ্ছে তার এক ঘণ্টা আগে (৬.৩০ মিনিট) থেকেই ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর দু’দেশের প্রাক্তন ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে ম্যাচ শুরু আগে ৷

#কলকাতা: টি২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ৷ টু্র্নামেন্টের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ ৷ টিকিটের চাহিদা ক্রমেই উর্ধ্বমুখী ৷ সর্বত্রই টিকিটের জন্য হাহাকার ৷ কিন্তু টিকিট মিলছে না ৷ এমনকী, ব্ল্যাকে চড়া দামেও এই ম্যাচের টিকিট কাটতে পিছপা হচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা ৷ আর তা হবে নাই বা কেন, শুধু তো আর ম্যাচ নয়, ম্যাচের পাশাপাশি থাকছে ভারত-পাকিস্তান দু’দেশের কিংবদন্তীদের ভিড় ৷ ম্যাচ সাড়ে সাতটা থেকে আরম্ভ হলেও শনিবার ইডেনে উৎসব শুরু হয়ে যাচ্ছে তার এক ঘণ্টা আগে (৬.৩০ মিনিট) থেকেই ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর দু’দেশের প্রাক্তন ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে ম্যাচ শুরু আগে ৷ পাকিস্তান থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রাক্তন চার অধিনায়ক ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস এবং ইনজামাম উল হক ৷ অন্যদিকে ভারতের প্রাক্তনদের মধ্যে থাকছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ এবং সুনীল গাভাসকর ৷ ম্যাচ শুরুর আগে ভারতের জাতীয় সঙ্গীত গাইবেন বিগ বি ৷ অন্যদিকে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়ার কথা বিখ্যাত গজল এবং সুফি গায়ক শফকত আমানাত আলির ৷ এদিকে শুক্রবার ম্যাচের আগের দিন ভারতীয় দল প্র্যাকটিস করবে দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত ৷ অন্যদিকে পাকিস্তান দলের প্র্যাকটিস শুরু হবে বিকেল পাঁচটা থেকে ৷ চলবে সন্ধে সাতটা পর্যন্ত ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শনিবার ম্যাচের এক ঘণ্টা আগেই উৎসব শুরু ইডেনে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement