রাজ্যে বিনিয়োগ করতে পারে BMW, জানালেন উচ্ছ্বসিত অমিত মিত্র

Last Updated:

পশ্চিমবঙ্গে গাড়িশিল্পে বিনিয়োগে গতির ঝড় তুলতে আগ্রহী BMW। অমিত মিত্র ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের প্রতিনিধিদের সেই ইঙ্গিতই দিলেন বিশ্বসেরা গাড়ি প্রস্তুতকারক সংস্থার কর্তারা।

#মিউনিখ: পশ্চিমবঙ্গে গাড়িশিল্পে বিনিয়োগে গতির ঝড় তুলতে আগ্রহী BMW। অমিত মিত্র ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের প্রতিনিধিদের সেই ইঙ্গিতই দিলেন বিশ্বসেরা গাড়ি প্রস্তুতকারক সংস্থার কর্তারা। রাজ্যের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক ইতিবাচক বলেই দাবি অর্থমন্ত্রীর।
ভারতের মতো দেশের কথা ভেবে বিকল্প শক্তির ইলেকট্রিক গাড়ি ও বাইকের প্রেজেন্টেশন মঙ্গলবার রাজ্যের প্রতিনিধিদের সামনে দেন বিএমডডবব্লিউ-র কর্তারা। রাজ্যের প্রস্তাব মেনে বিনিয়োগ আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহ দেখিয়ে বিশ্বখ্যাত সংস্থাটি।
রাজ্যে গাড়িশিল্পে বিনিয়োগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর রয়েছে । সেই লক্ষ্যেই ভ্যাটিকান থেকে  ভারী শিল্পের উৎকর্ষতার অন্যতম কেন্দ্র মিউনিখে পাড়ি দিয়েছেন তিনি । মঙ্গলবার বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাণ সংস্থা বিএমডব্লিউ-র কর্তাদের সামনে অমিত মিত্র তুলে ধরলেন মুখ্যমন্ত্রীর ব্র্যান্ড বেঙ্গল।
advertisement
advertisement
রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে মোট তিন ঘণ্টা বৈঠক করে বিশ্বখ্যাত সংস্থাটি। বিএসমবব্লিউ-র বোর্ড রুমে সংস্থার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান ও এশিয়ার প্রধানের সঙ্গে বৈঠক করেন অমিত মিত্রের নেতৃত্বে রাজ্যের প্রতিনিধি দলের সদস্যরা। তাঁর দাবি, এদেশের জন্য উপযুক্ত বিকল্প শক্তির গাড়ি ও বাইক নির্মাণে আগ্রহ দেখিয়েছে সংস্থাটি।
অর্থমন্ত্রী অমিত মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘রাজ্যে BMW-এর জন্য দরজা খোলা ৷ রাজ্যের উন্নয়ন দেখে খুশি ওঁরা ৷ আশা করি, রাজ্যে বিনিয়োগ নিয়ে ওঁরা ভাববেন ৷ ইলেকট্রিক গাড়ি, বাইক প্রকল্পে ওঁরা আগ্রহী ৷’
advertisement
একইসঙ্গে উচ্ছ্বসিত শিল্পমন্ত্রী জানান, ‘৩ ঘণ্টা কথা হয়েছে BMW কর্তৃপক্ষের সঙ্গে ৷ এই প্রথম কোনও রাজ্যের সঙ্গে কথা বলল BMW ৷ বৈঠকে ৫-৬টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং ওঁরা ৩টি প্রেজেন্টেশনও দিয়েছেন ৷ ’
বৈঠকে এরাজ্যের নানা সম্ভাবনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। জার্মানি থেকে এরাজ্যে বিনিযোগ সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত অর্থমন্ত্রী অমিত মিত্র। দু’পক্ষই বিনিয়োগ আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহ দেখিয়েছে।  লক্ষ্য পূর্ণ হলে তা রাজ্যের মুকুটে নতুন পালক হবে
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে বিনিয়োগ করতে পারে BMW, জানালেন উচ্ছ্বসিত অমিত মিত্র
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement