এভারেস্ট জয়ী নন সুনীতা, বিতর্ক নেপাল সরকারের চিঠিতে
Last Updated:
সুনীতা হাজরা এভারেস্টজয়ী নন। নেপাল সরকারের এই নিদানে হতভম্ভ বারাসতের হাজরা পরিবার। সদ্য তিন সাথীকে হারিয়ে নিজে গুরুতর জখম হয়ে নেপাল থেকে কলকাতায় ফিরেছেন সুনীতা হাজরা।
#কলকাতা : সুনীতা হাজরা এভারেস্টজয়ী নন। নেপাল সরকারের এই নিদানে হতভম্ভ বারাসতের হাজরা পরিবার। সদ্য তিন সাথীকে হারিয়ে নিজে গুরুতর জখম হয়ে নেপাল থেকে কলকাতায় ফিরেছেন সুনীতা হাজরা।
তাঁর দাবি ২১শে মে এভারেস্টের শৃঙ্গ ছুঁয়েছেন তিনি। কিন্তু নেপাল সরকারের পর্যটন দফতর তা মানতে নারাজ। যদিও যে এজেন্সি সুনীতাকে এভারেস্টে নিয়ে গিয়েছিল, তাদের দাবি, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ ছুঁয়েছেন সুনীতা।
কাঠমান্ডু থেকে কলকাতায় ফিরেছেন সদ্য। এভারেস্ট জয় করে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন সুনীতা। আমেরিকার এক পর্বতারোহীর সাহায্যে কোনওরকমে প্রাণে বাঁচেন তিনি । তারপর তাঁকে উদ্ধার করে নেপালের হাসপাতাল। সেখান থেকে কলকাতা।
advertisement
advertisement
তখন খবরের শিরোনামে সুনীতা। তাঁর লড়াই-এর খবরে মুগ্ধ সকলে। শনিবার আচমকা তাল কেটে গেল নেপাল সরকারের পর্যটন বিভাগের একটি চিঠিতে । এবারের এভারেস্টজয়ীদের নাম ঘোষণা করে একটি সরকারি তালিকা পেশ করেছে । আর তাতে সুনীতার নামের পাশে লেখা রয়েছে ‘নো সামিট ’।
advertisement
অর্থাৎ নেপাল সরকারের পর্যটন বিভাগের মতে, এভারেস্টের শৃঙ্গ জয় করেননি সুনীতা। তালিকায় শৃঙ্গজয়ী হিসেবে নাম রয়েছে দেবরাজ দত্ত, প্রদীপ ও চেতনা সাহু, রমেশ রায়, রুদ্রপ্রসাদ হালদার, সত্যরূপ সিদ্ধান্ত এবং মলয় মুখোপাধ্যায়ের। অভিযানে গিয়ে মৃত সুভাষ পালের নাম রয়েছে শৃঙ্গ জয়ীদের তালিকায়।
এই বিতর্কে সুনীতার স্বামী সুদেব হাজরা জানিয়েছেন, ‘এই নিয়ে এজেন্সির সঙ্গে সুনীতা কথা বলেছে ৷ এজেন্সি স্বীকার করেছে যে সুনীতা সামিট করেছে ৷ কিন্তু নেপাল সরকারকে কোনও লিখিত নথি দেওয়া হয়নি বলেই এই ভুল বোঝাবুঝি ৷ এটাই সুনীতাকে জানিয়েছে এজেন্সি ৷’
advertisement
যদিও গৌতম ঘোষের ক্যামেরায় তাঁর শেরপার ছবি দেখা গেলেও তাঁর কোনও ছবি নেই। যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। নেপাল সরকারের তালিকায় শুরু হয়েছে বিতর্ক।
শৃঙ্গ জয়ের যাবতীয় প্রমাণ হাতে পেলে তবেই এই বিভাগ শংসাপত্র দেয় শৃঙ্গজয়ীদের। আর এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। তবে কী সামিট করেননি সুনীতা? অনেক পর্বতারোহী প্রশ্নও তুলতে শুরু করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2016 3:53 PM IST