তান্ত্রিক সামগ্রীর আড়ালে বন্যপ্রাণীর দেহাংশ বিক্রি! কলকাতার বড়বাজারে বিপজ্জনক চক্র ভাঙল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো

Last Updated:

কলকাতার বরাবাজারে তান্ত্রিক উপকরণের আড়ালে বন্যপ্রাণীর দেহাংশ বিক্রির চক্রের হদিস পেল WCCB। গ্রেফতার বিনদেশ্বরী সাহু ও মোহন গুপ্তের কাছ থেকে উদ্ধার ৬০টি মনিটর লিজার্ডের শুক্রাঙ্গ, ১০টি বন্য শুকরের দাঁত ও ২৫০টি সি ফ্যান।

কলকাতায় তান্ত্রিক উপকরণের আড়ালে বন্যপ্রাণীর দেহাংশ বিক্রি ফাঁস!
কলকাতায় তান্ত্রিক উপকরণের আড়ালে বন্যপ্রাণীর দেহাংশ বিক্রি ফাঁস!
তান্ত্রিক উপকরণের আড়ালে বন্যপ্রাণীর দেহাংশ বিক্রির চক্রের হদিস পেল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (WCCB)। কলকাতার বড়বাজার এলাকায় একটি দোকানে হানা দিয়ে চাঞ্চল্যকর উদ্ধার করল সংস্থাটি। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতে দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন সংস্থার আধিকারিকরা।
গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম বিনদেশ্বরী সাহু ও মোহন গুপ্ত। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে ৬০টি মনিটর লিজার্ডের শুক্রাঙ্গ, ১০টি বন্য শুকরের দাঁত ও ২৫০টি সামুদ্রিক প্রাণী ‘সি ফ্যান’ (Gorgonia ventalina)। জানা গিয়েছে, এই সমস্ত জিনিস তান্ত্রিক আচারে ব্যবহৃত হয় বলে দাবি করে বিক্রি করা হচ্ছিল, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।
advertisement
advertisement
WCCB-র প্রাথমিক অনুমান, এর পেছনে একটি বৃহৎ আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্র সক্রিয়। কোথা থেকে এই প্রাণীর অঙ্গগুলি সংগ্রহ করা হয়েছে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বনদফতর।
advertisement
পরিবেশবিদদের মতে, এ ধরনের চক্র শুধু বন্যপ্রাণ সংরক্ষণের জন্য বিপজ্জনক নয়, বরং আন্তর্জাতিক আইন ভেঙে একাধিক প্রজাতিকে বিলুপ্তির পথে ঠেলে দেয়। প্রশাসনের তরফে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
তান্ত্রিক সামগ্রীর আড়ালে বন্যপ্রাণীর দেহাংশ বিক্রি! কলকাতার বড়বাজারে বিপজ্জনক চক্র ভাঙল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement