তান্ত্রিক সামগ্রীর আড়ালে বন্যপ্রাণীর দেহাংশ বিক্রি! কলকাতার বড়বাজারে বিপজ্জনক চক্র ভাঙল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো
- Published by:Tias Banerjee
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
কলকাতার বরাবাজারে তান্ত্রিক উপকরণের আড়ালে বন্যপ্রাণীর দেহাংশ বিক্রির চক্রের হদিস পেল WCCB। গ্রেফতার বিনদেশ্বরী সাহু ও মোহন গুপ্তের কাছ থেকে উদ্ধার ৬০টি মনিটর লিজার্ডের শুক্রাঙ্গ, ১০টি বন্য শুকরের দাঁত ও ২৫০টি সি ফ্যান।
তান্ত্রিক উপকরণের আড়ালে বন্যপ্রাণীর দেহাংশ বিক্রির চক্রের হদিস পেল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (WCCB)। কলকাতার বড়বাজার এলাকায় একটি দোকানে হানা দিয়ে চাঞ্চল্যকর উদ্ধার করল সংস্থাটি। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতে দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন সংস্থার আধিকারিকরা।
গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম বিনদেশ্বরী সাহু ও মোহন গুপ্ত। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে ৬০টি মনিটর লিজার্ডের শুক্রাঙ্গ, ১০টি বন্য শুকরের দাঁত ও ২৫০টি সামুদ্রিক প্রাণী ‘সি ফ্যান’ (Gorgonia ventalina)। জানা গিয়েছে, এই সমস্ত জিনিস তান্ত্রিক আচারে ব্যবহৃত হয় বলে দাবি করে বিক্রি করা হচ্ছিল, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।
advertisement
advertisement

WCCB-র প্রাথমিক অনুমান, এর পেছনে একটি বৃহৎ আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্র সক্রিয়। কোথা থেকে এই প্রাণীর অঙ্গগুলি সংগ্রহ করা হয়েছে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বনদফতর।
advertisement
পরিবেশবিদদের মতে, এ ধরনের চক্র শুধু বন্যপ্রাণ সংরক্ষণের জন্য বিপজ্জনক নয়, বরং আন্তর্জাতিক আইন ভেঙে একাধিক প্রজাতিকে বিলুপ্তির পথে ঠেলে দেয়। প্রশাসনের তরফে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 26, 2025 1:31 PM IST