Kolkata Waterlogghed: মেডিক্যাল কলেজ, ন্যাশনাল, এনআরএস, আরজি কর, এসএসকেএমে হাঁটু জল! ভয়াবহ পরিস্থিতি, বিপর্যস্ত রোগী পরিষেবা
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kolkata Waterlogghed: কলকাতার প্রায় সব সরকারি হাসপাতালে এবং বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের মধ্যেও ঢুকেছে জল। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক বিভাগ জলমগ্ন। সুপারের অফিসের ভিতরে এক হাঁটু জল।
কলকাতাঃ অতি ভারী বৃষ্টির জেরে জলে ভাসছে কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। ট্রেন, মেট্রো পরিষেবা বিপর্যস্ত। রাস্তায় বাস অটো প্রায় উধাও। কয়েকটি সরকারি বাস চললেও, বেসরকারি বাসের দেখা নেই। দীর্ঘ ২০ বছরের এমন কলকাতার এমন জলমগ্ন অবস্থা দেখেনি কলকাতা, এমনটাই দাবি বাসিন্দাদের। শুধুই যে রাস্তাঘাট, ট্রেনলাইন জলের তলায় তা নয়, কলকাতার প্রায় সব সরকারি হাসপাতালে এবং বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের মধ্যেও ঢুকেছে জল।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক বিভাগ জলমগ্ন। সুপারের অফিসের ভিতরে এক হাঁটু জল। অ্যানানাটমি বিভাগ, প্যাথলজি বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগের সামনে কোমর সমান জল। ব্লাড টেস্ট-সহ বিভিন্ন প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা বিপর্যস্ত।
আরও পড়ুনঃ বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, কী অবস্থা কলকাতা বিমানবন্দরের? জল যন্ত্রণার ছবি দেখুন
শিয়ালদহ এনআরএস হাসপাতালের রেডিওলজি বিভাগ, সার্জারি, চেস্ট বিভাগের সামনে হাঁটুর উপরে জল। আউটডোর পরিষেবা বিপর্যস্ত। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগ, সার্জারি ডিপার্টমেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, মেডিসিন বিভাগের সামনে হাঁটু জল। কোনওক্রমে আউটডোর পরিষেবা চলছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘৪-৫ ঘণ্টাতেও অফিস ঢুকতে পারলাম না’, চরম দুর্ভোগে যাত্রীরা, শিয়ালদহ-বনগাঁ-হাসনাবাদ শাখায় পর পর দাঁড়িয়ে ট্রেন
পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল আউটডোর পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ। ইমারজেন্সি থেকে গাইনি ডিপার্টমেন্ট কোমর সমান জল। এসএসকেএম হাসপাতাল ও প্রসূতি যোগ বিভাগের সামনে হাঁটু জল। হৃদরোগ বিভাগের আউটডোর ভবন, ইএনটি অর্থোপেডিক সংস্থা বিভাগের সামনে হাঁটু সমান জল। পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক্স রে রুমে জল থৈথৈ। জরুরি বিভাগ থেকে গাইনি বিভাগে রোগীকে ভয়াবহ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে নাজেহাল রোগীর পরতিবারের সদস্যরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2025 3:35 PM IST







