Kolkata Waterlogged: বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, কী অবস্থা কলকাতা বিমানবন্দরের? জল যন্ত্রণার ছবি দেখুন

Last Updated:
Kolkata Waterlogged: রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, আর তার জেরেই বিপর্যস্ত জনজীবন। অলিগলি থেকে রাজপথ, সর্বত্র জল থৈথৈ অবস্থা। ফলে মঙ্গলবার সকাল থেকেই রীতিমতো ভোগান্তিতে শহরবাসী।
1/6
*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, আর তার জেরেই বিপর্যস্ত জনজীবন। অলিগলি থেকে রাজপথ, সর্বত্র জল থৈথৈ অবস্থা। ফলে মঙ্গলবার সকাল থেকেই রীতিমতো ভোগান্তিতে শহরবাসী।
*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, আর তার জেরেই বিপর্যস্ত জনজীবন। অলিগলি থেকে রাজপথ, সর্বত্র জল থৈথৈ অবস্থা। ফলে মঙ্গলবার সকাল থেকেই রীতিমতো ভোগান্তিতে শহরবাসী।
advertisement
2/6
*বাস, অটো, ট্যাক্সি-সহ যান চলাচল বহু জায়গায় মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে, বিমান চলাচলও প্রভাবিত হয়েছে কলকাতা বিমানবন্দরে। পাইলট ও কেবিন ক্রু-রা দেরিতে পৌঁছনোর কারণে দেরি হয়েছে একাধিক ফ্লাইট টেকঅফ-এ। ইতিমধ্যেই ইন্ডিগোর পাটনা থেকে কলকাতাগামী বিমান কলকাতার পরিবর্তে ভুবনেশ্বরে নামানো হয়েছে।
*বাস, অটো, ট্যাক্সি-সহ যান চলাচল বহু জায়গায় মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে, বিমান চলাচলও প্রভাবিত হয়েছে কলকাতা বিমানবন্দরে। পাইলট ও কেবিন ক্রু-রা দেরিতে পৌঁছনোর কারণে দেরি হয়েছে একাধিক ফ্লাইট টেকঅফ-এ। ইতিমধ্যেই ইন্ডিগোর পাটনা থেকে কলকাতাগামী বিমান কলকাতার পরিবর্তে ভুবনেশ্বরে নামানো হয়েছে।
advertisement
3/6
*বিমানবন্দর এলাকায় প্রায় বেশ কয়েকটি পাম্পের মাধ্যমে জল সারানোর কাজ চলছে। যদিও এই মুহূর্তে বিমান চলাচল স্বাভাবিক। সকালে কলকাতা বিমানবন্দরের কিছু পার্কিং বে ও হ্যাঙ্গারের সামনে জল জমে গিয়েছিল। দ্রুত চারটি পাম্প চালিয়ে সেগুলি পরিষ্কার করা হয়।
*বিমানবন্দর এলাকায় প্রায় বেশ কয়েকটি পাম্পের মাধ্যমে জল সারানোর কাজ চলছে। যদিও এই মুহূর্তে বিমান চলাচল স্বাভাবিক। সকালে কলকাতা বিমানবন্দরের কিছু পার্কিং বে ও হ্যাঙ্গারের সামনে জল জমে গিয়েছিল। দ্রুত চারটি পাম্প চালিয়ে সেগুলি পরিষ্কার করা হয়।
advertisement
4/6
*শহরের বিভিন্ন প্রান্তে জলবদ্ধতার ছবি সামনে এসেছে। নিউটাউন নোভোটেল সংলগ্ন রাস্তা ডুবে গিয়েছে। বিধাননগরের একাধিক ব্লক- সিএফ, ডিএফ, সিজি ব্লকে হাঁটু জল। কেষ্টপুর, বাগুইআটি ও নিউটাউনের তথ্য প্রযুক্তিনগরীও জলমগ্ন।
*শহরের বিভিন্ন প্রান্তে জলবদ্ধতার ছবি সামনে এসেছে। নিউটাউন নোভোটেল সংলগ্ন রাস্তা ডুবে গিয়েছে। বিধাননগরের একাধিক ব্লক- সিএফ, ডিএফ, সিজি ব্লকে হাঁটু জল। কেষ্টপুর, বাগুইআটি ও নিউটাউনের তথ্য প্রযুক্তিনগরীও জলমগ্ন।
advertisement
5/6
*ফলে তথ্যপ্রযুক্তি কর্মীদেরও গন্তব্যে পৌঁছতে নাকাল হতে হচ্ছে। বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের হরিচাঁদ পল্লি এলাকায় ঘরে ঘরে ঢুকে পড়েছে জল।
*ফলে তথ্যপ্রযুক্তি কর্মীদেরও গন্তব্যে পৌঁছতে নাকাল হতে হচ্ছে। বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের হরিচাঁদ পল্লি এলাকায় ঘরে ঘরে ঢুকে পড়েছে জল।
advertisement
6/6
*আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
*আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
advertisement
advertisement
advertisement