জোরে হর্ন বাজালেই এবার ধরবে পুলিশ, জরিমানা ১০০-র বদলে ১০০০ টাকা!

Last Updated:

Honking: হাসপাতালে মরণাপন্ন মানুষ। বাইরে উচ্চস্বরে গাড়ির হর্ন বাজছে। এমন ছবি শহরে এখন রোজ দেখা যায়। এবার আর রক্ষে নেই কিন্তু।

#কলকাতা: মানবিকতা কি হারিয়ে যাচ্ছে! কর্তব্য বলে কি আর কিছুই নেই আমাদের? দায়িত্ব বলে যে কিছু একটা আছে সেটা কি আমরা ভুলতে বসেছি? মানুষ অসুস্থ জেনেও শব্দ দূষণের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই
সাইলেন্স জোনে অযথা হর্ন বাজাচ্ছে গাড়ির চালকেরা। অনেকেই মনে করেন, গাড়ির ড্রাইভিং করার সময় ড্রাইভাররা কু-অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছে।  শহরে যেখানে সেখানে গাড়ির তীব্র হর্ন বাজানোর ফলে ভয়ংকর শব্দ দূষণ তৈরি করছে।
আরও পড়ুন- '৫ লাখ টাকা দিলেই আগের রাতে প্রশ্ন,' টেট নিয়ে বিস্ফোরক শুভেন্দু
এই নিয়ে শহরে পুলিশের পক্ষ থেকে প্রতিবার নানাভাবে পদক্ষেপ নিলেও সচেতনতা বাড়েনি। ২২০,মোটর ভেহিকেল অ্যাক্টে হর্ন বাজানোর জন্য ট্রাফিক মামলা করে। আগে এই মামলায় ফাইন ছিল ১০০ টাকা। এখন সেই ফাইন হয়ে দাঁড়িয়েছে ১০০০ টাকা। যার ফলে ট্রাফিকের কেস করার সংখ্যা অনেক কমে গেছে।
advertisement
advertisement
এছাড়াও সমস্যা হল, কোন গাড়ি হর্ন বাজাল, সেটা প্রমাণ করতেও ঝামেলায় পড়েন ট্রাফিক সার্জেন্টরা। শনিবার সকালে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান, কলকাতা পুলিশ একুয়াস্টিক ক্যামেরা বসাচ্ছে। যার মাধ্যমে নির্দিষ্ট গাড়ি নির্ধারণ করা যাবে।
কোন গাড়ি কত জোরে হর্ন বাজাচ্ছে, সেই গাড়িগুলোকে অনায়াসে চিহ্নিত করে নেবে এই ক্যামেরা। এই বিষয় নিয়ে পরিবহন দপ্তর পুলিশের সঙ্গে কথা বলছে বলে তিনি জানান।
advertisement
পার্ক সার্কাস চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে দেখা গেল নো-হর্ন বোর্ড লাগানো রয়েছে। কিন্তু ইচ্ছেমতো সবাই গাড়ির হর্ন বাজাচ্ছে। এই শব্দ দূষণে অসন্তোষ প্রকাশ করছেন রোগীর বাড়ির আত্মীয়রা। কিন্তু কিছু করার নেই।
আরও পড়ুন- 'পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে!' ফেসবুকে বিস্ফোরক পোস্ট শুভেন্দুর
শুধু চিত্তরঞ্জন হাসপাতাল নয়, শহর কলকাতায় হর্ন নিষিদ্ধ এলাকাতে হর্ন বাজছে। এছাড়াও শহরের বেশিরভাগ জায়গাতে উচ্চস্বরে হর্ন বাজে।  দেখা গেল সিগনাল লাল হয়ে থাকলেও গাড়ির ড্রাইভাররা অযথা হর্ন বাজান।
advertisement
অন্যদিকে সিগনাল সবুজ হওয়ার দশ সেকেন্ড আগে থেকে উচ্চস্বরে হর্ন বাজাতে শুরু করে গাড়ির চালক। শহরে শব্দ দূষণ বাড়ছে। পুলিশি পদক্ষেপ মন্থর হওয়ার জন্য বাড়ছে শব্দ দূষণ। যা নাগরিকদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে মনে করছেন চিকিৎসকেরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জোরে হর্ন বাজালেই এবার ধরবে পুলিশ, জরিমানা ১০০-র বদলে ১০০০ টাকা!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement