Kolkata Traffic on Shashthi: ষষ্ঠীতে দেবী বোধনের দিন দুপুর থেকে কেমন ছিল কলকাতার অবস্থা? সন্ধ্যার পর কি ভিড় বাড়বে

Last Updated:

Kolkata Traffic on Shashthi: শুক্রবার সকাল থেকে আপাতত ট্র্যাফিক কন্ট্রোল স্বাভাবিক। কিন্তু সন্ধ্যে বাড়লে ভিড় বাড়তে পারে। তবে সম্পূর্ণরূপে প্রস্তুত কলকাতা ট্র্যাফিক পুলিশ। দু’দিন আগে থেকেই শহরের একাধিক রাস্তার কোনও কোনও অংশ বন্ধ হয়ে গিয়েছে।

পুজোয় কলকাতার যানজট
পুজোয় কলকাতার যানজট
কলকাতা: গোটা বাংলা জুড়ে উৎসব। দেবী বোধন আজ। মহাষষ্ঠী দিয়েই শুরু হল দুর্গাপুজো। সন্ধ্যা নামার আmগেই কলকাতা জুড়ে রঙিন ভিড়। হেঁটে হেঁটে বা গাড়ি নিয়ে ঠাকুর দেখা চলছে চারদিকে। কিন্তু আজ দুপুরের দিকে কোনদিকে কেমন ভিড় হয়েছিল এই শহরে?
শুক্রবার সকাল থেকে আপাতত ট্র্যাফিক কন্ট্রোল স্বাভাবিক। কিন্তু সন্ধ্যে বাড়লে ভিড় বাড়তে পারে। তবে সম্পূর্ণরূপে প্রস্তুত কলকাতা ট্র্যাফিক পুলিশ। দু’দিন আগে থেকেই শহরের একাধিক রাস্তার কোনও কোনও অংশ বন্ধ হয়ে গিয়েছে। ফলে অন্যান্য রাস্তায় মানুষের এবং গাড়ির চাপ বেড়েছে।
advertisement
advertisement
ষষ্ঠীতে সন্ধ্যা নামলেই ঠাকুর দেখার জন্য রাস্তায় বেরবেন প্রতিবারের মতো। তাই সেই সময়ে খানিক যানজটের সম্ভাবনা রয়ে যাচ্ছে কলকাতা শহরে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারী এলাকা এবং উত্তর কলকাতার হাতিবাগানের মতো জায়গাগুলিতে, যেখানে গুরুত্বরপূর্ণ পুজো হয়, সেখানে কলকাতা পুলিশ বিশেষ নজর দিচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Traffic on Shashthi: ষষ্ঠীতে দেবী বোধনের দিন দুপুর থেকে কেমন ছিল কলকাতার অবস্থা? সন্ধ্যার পর কি ভিড় বাড়বে
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement