Mimi Chakraborty Durga Puja: পঞ্চমীতে ঢাক বাজিয়ে ঠাকুর আনলেন ঘরে, উৎসব শুরু মিমির আবাসনে, সঙ্গে নয়া সুখবর দিলেন নায়িকা

Last Updated:
Mimi Chakraborty Durga Puja: কচিকাঁচাদের সঙ্গে ঢাক বাজিয়ে মেতে উঠেছেন মিমি। ছবি পোস্ট করে নায়িকা লিখলেন, ‘অপেক্ষা শেষ মা এল আমার বাড়ি। শুভ শারদীয়া।’
1/6
পুজো শুরু। ধুপের গন্ধ, ঢাকের তাল, হালকা ঠান্ডা আমেজ বাতাসে, সব মিলিয়ে মন ফুরফুর বাংলার। নিজেদের পুজোর প্ল্যানের পাশাপাশি আমজনতার চোখ তারকাদের দিকেও। পুজোয় তাঁদের বাড়ি কীভাবে সেজে উঠেছে, তাঁরাই বা কেমন সেজেছেন!
পুজো শুরু। ধুপের গন্ধ, ঢাকের তাল, হালকা ঠান্ডা আমেজ বাতাসে, সব মিলিয়ে মন ফুরফুর বাংলার। নিজেদের পুজোর প্ল্যানের পাশাপাশি আমজনতার চোখ তারকাদের দিকেও। পুজোয় তাঁদের বাড়ি কীভাবে সেজে উঠেছে, তাঁরাই বা কেমন সেজেছেন!
advertisement
2/6
পঞ্চমীর রাতেই অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর আবাসনের পুজোয় চোখ পড়ল নেটিজনদের। সৌজন্যে খোদ মিমি। মা, বাবা, পরিবার, আত্মীয়, প্রতিবেশীদের সঙ্গে পুজোয় মেতে উঠেছেন তিনি।
পঞ্চমীর রাতেই অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর আবাসনের পুজোয় চোখ পড়ল নেটিজনদের। সৌজন্যে খোদ মিমি। মা, বাবা, পরিবার, আত্মীয়, প্রতিবেশীদের সঙ্গে পুজোয় মেতে উঠেছেন তিনি।
advertisement
3/6
ভিডিওতে দেখা গেল, মিমি ফ্লোরাল শাড়ি আর হাতাকাটা ব্লাউজে সেজেছেন। তাঁর প্রধান অলঙ্কার একগাল হাসি। দুর্গামায়ের সামনে দাঁড়িয়ে সকলের সঙ্গে সেলফি তুলে, একা বসে ছবি তুলে আনন্দে রয়েছেন তিনি।
ভিডিওতে দেখা গেল, মিমি ফ্লোরাল শাড়ি আর হাতাকাটা ব্লাউজে সেজেছেন। তাঁর প্রধান অলঙ্কার একগাল হাসি। দুর্গামায়ের সামনে দাঁড়িয়ে সকলের সঙ্গে সেলফি তুলে, একা বসে ছবি তুলে আনন্দে রয়েছেন তিনি।
advertisement
4/6
কচিকাঁচাদের সঙ্গে ঢাক বাজিয়ে মেতে উঠেছেন মিমি। ছবি পোস্ট করে নায়িকা লিখলেন, ‘অপেক্ষা শেষ, মা এল আমার বাড়ি। শুভ শারদীয়া।’
কচিকাঁচাদের সঙ্গে ঢাক বাজিয়ে মেতে উঠেছেন মিমি। ছবি পোস্ট করে নায়িকা লিখলেন, ‘অপেক্ষা শেষ, মা এল আমার বাড়ি। শুভ শারদীয়া।’
advertisement
5/6
পুজোর আনন্দের মাঝেই আরও একটি সুখবর দিলেন মিমি। তাঁর প্রথম হিন্দি ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৩ নভেম্বর। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-তে দেখা যাবে নায়িকা হিসেবে।
পুজোর আনন্দের মাঝেই আরও একটি সুখবর দিলেন মিমি। তাঁর প্রথম হিন্দি ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৩ নভেম্বর। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-তে দেখা যাবে নায়িকা হিসেবে।
advertisement
6/6
উইন্ডোজ প্রোডাকশনসের বাংলা ছবি ‘পোস্ত’-এর গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। বলি তারকা পরেশ রাওয়াল, নীনা কুলকার্নির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
উইন্ডোজ প্রোডাকশনসের বাংলা ছবি ‘পোস্ত’-এর গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। বলি তারকা পরেশ রাওয়াল, নীনা কুলকার্নির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
advertisement
advertisement
advertisement