Kolkata to Siliguri: আর দীর্ঘ সময় নয়, কলকাতা থেকে নদিয়া-মুর্শিদাবাদ-উত্তরবঙ্গ যেতে সময় লাগবে একদম কম! নতুন বছরের শুরুতেই চমক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata to Siliguri: এবার এই রাস্তা দিয়ে দ্রুত উত্তরের জেলাগুলিতেও যাওয়া যাবে।
কলকাতা: কলকাতা বিমানবন্দর থেকে AIIMS কল্যাণী যাওয়ার সময় কমছে আরও অনেকটাই। কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষ করল পূর্ত দফতর। ৪৩ কিমি রাস্তার মধ্যে ৩৯ কিমি রাস্তার ফোর লেনের কাজ শেষ। নতুন বছর থেকেই ফোর লেন ব্যবহার করা যাবে। যানজটের জেরে দীর্ঘ সময় নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ যেতে সময় লাগত। এবার এই রাস্তা দিয়ে দ্রুত উত্তরের জেলাগুলিতেও যাওয়া যাবে।
বেলঘড়িয়া থেকে মুড়াগাছা, সোদপুর রাস্তা চার কিমি। এর মধ্যে দুটি বাড়ির স্থানান্তরের আইনত সমস্যার জন্য স্বল্প কাজ আটকে ছিল। মে ২০২৫ সালে এই কাজ শেষ হবে।
advertisement
advertisement
মুড়াগাছা, সোদপুর থেকে কাঁপা মোড়
রাস্তা ৩০ কিমি। ফোর লেনের কাজ শেষ। চলতি মাসেই আলোর কাজ শেষ হয়ে যাবে।
কাঁপা মোড় থেকে জাগুলি
রাস্তা ৯ কিমি। ফোর লেনের কাজ শেষ প্রায়। এর মধ্যে ৬ কিমি ওভারব্রিজের কাজ শেষ চলতি মাসেই হবে। ৩ কিমি রাস্তার বাকি কাজ শেষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 04, 2024 2:27 PM IST







