Kolkata-Dharmatala: তীব্র শব্দে কেঁপে উঠল ধর্মতলা! ভেঙে পড়ল বহুতলের পিলার, বাজ পড়ে বড় কাণ্ড কলকাতায়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Kolkata-Dharmatala: কলকাতায় বাজ পড়ে বড় দুর্ঘটনা৷ ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে ভেঙে পড়ে একটি পিলার৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷ মলের উপরের পিলার থেকে পাথরের টুকরো ভেঙে ছড়িয়ে পড়ে রাস্তায়৷
কলকাতা: কলকাতায় বাজ পড়ে বড় দুর্ঘটনা৷ ধর্মতলায় মেট্রো মলের উপর বাজ পড়ে ভেঙে পড়ে একটি পিলার৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷ মলের উপরের পিলার থেকে পাথরের টুকরো ভেঙে ছড়িয়ে পড়ে রাস্তায়৷
প্রচণ্ড গরমে অতিষ্ট থাকার পর রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়৷ রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। সকালের দিক থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয় নি৷
advertisement
তবে বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় বেশ কিছু এলাকায়৷ দুপুর ১টার কিছু আগে ধর্মতলা এলাকায় বাজ পড়ে। তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। তার পর থেকেই বৃষ্টি শুরু হয়।
advertisement
জানা গিয়েছে, ধর্মতলার মেট্রো মলের উপর পড়েছে বাজ৷ বাজ পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে মেট্রো মল৷ উঁচু পিলারের একাংশ ভেঙে রাস্তায় ছিটকে পড়ে। অন্তত ১০০ মিটার দূরে পাথরের টুকরো গিয়ে পড়েছিল বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের৷ এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায় নি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2024 6:27 PM IST