Abhishek Banerjee-Dev: দেব-গড়ে অভিষেকের 'মাস্টার প্ল্যান' প্রতিশ্রুতি! ভিড়ে ঠাসা ঘাটালের পরতে-পরতে চমক
- Reported by:UJJAL ROY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Abhishek Banerjee-Dev: দেবের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকেও তোপ দাগলেন অভিষেক৷ তাঁর কথায়, ‘‘আজ থেকে ৬ বছর আগে ১৮ জুলাই পিএম কৃষকদের উন্নয়নের কথা বলেছিলেন। পরের দিন আমি সভা করেছিলাম। আজ বলতে চাই মেদিনীপুর হাওড়া হুগলি কৃষকদের চোখে জল কেন?’’
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান উচিত কি না? দেবকে বলেছে মানুষকে কথা দিয়েছি। কেন্দ্রকে জানিয়েছি। তারপরেও হয়নি। আমি বলেছি যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে এটা করবে না৷ আমি সিএমকে ফোন করি। এরা দেবে না। ১ মাসে না দিলে আমার সরকার করবে৷ কেন্দ্র না দিলে যা লাগুক আমরা দেব। আমি কথা দিয়ে কথা রাখার লোক৷ ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো৷’’
advertisement
এদিন তাঁর ভাষণে উঠে এল লক্ষ্মীর ভাণ্ডারের কথাও৷ তিনি বলেন, ‘‘কেন্দ্র টাকা আটকে রেখে দিয়েছে। ১০০ দিনের টাকা পৌছে দেবে তৃণমূল৷ ১ এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুন৷ ২৫ হাজার কোটি খরচ করে লক্ষ্মীর ভান্ডার করতে পারি৷ ১৫০০ কোটি দিয়ে মাস্টার প্ল্যান করতে পারি৷ মাস্টার প্ল্যান হবে। অভিষেক বন্দোপাধ্যায় তৃণমূলের গ্যারান্টি৷’’
advertisement
advertisement









