Abhishek Banerjee-Dev: দেব-গড়ে অভিষেকের 'মাস্টার প্ল্যান' প্রতিশ্রুতি! ভিড়ে ঠাসা ঘাটালের পরতে-পরতে চমক

Last Updated:
Abhishek Banerjee-Dev: দেবের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকেও তোপ দাগলেন অভিষেক৷ তাঁর কথায়, ‘‘আজ থেকে ৬ বছর আগে ১৮ জুলাই পিএম কৃষকদের উন্নয়নের কথা বলেছিলেন। পরের দিন আমি সভা করেছিলাম। আজ বলতে চাই মেদিনীপুর হাওড়া হুগলি কৃষকদের চোখে জল কেন?’’
1/9
একদিকে দেব, অন‍্যদিকে অভিষেক। রবিবার দেবের সমর্থনে প্রচারে ঘাটালে রোড-শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই গাড়িতে একসঙ্গে দেখা গেল দেব এবং অভিষেককে।
একদিকে দেব, অন‍্যদিকে অভিষেক। রবিবার দেবের সমর্থনে প্রচারে ঘাটালে রোড-শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই গাড়িতে একসঙ্গে দেখা গেল দেব এবং অভিষেককে।
advertisement
2/9
এদিন ঘাটালে জনজোয়ার দেখে অভিষেক বলেন, ‘‘২০২১ সালে এখানে রোড শো করি তখন যা দেখেছি তার চাইতে আজ তিনগুন বেশি’’৷
এদিন ঘাটালে জনজোয়ার দেখে অভিষেক বলেন, ‘‘২০২১ সালে এখানে রোড শো করি তখন যা দেখেছি তার চাইতে আজ তিনগুন বেশি’’৷
advertisement
3/9
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘মানুষের ভালবাসা আছে৷ তখন দল ভাঙানির কথা বলেছিল। বিজেপি এখনও হুমকি দিচ্ছে৷ এখানে এলে প্রশ্ন করবেন৷’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘মানুষের ভালবাসা আছে৷ তখন দল ভাঙানির কথা বলেছিল। বিজেপি এখনও হুমকি দিচ্ছে৷ এখানে এলে প্রশ্ন করবেন৷’’
advertisement
4/9
এদিন অভিষেকের কথায় উঠে এল ঘাটাল মাস্টার প্ল্যানের কথাও৷ তিনি বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্লানের ৬০% টাকা কেন্দ্র দেয়নি কেন? বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর ব্যবস্থা নেয়নি কেন?’’
এদিন অভিষেকের কথায় উঠে এল ঘাটাল মাস্টার প্ল্যানের কথাও৷ তিনি বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্লানের ৬০% টাকা কেন্দ্র দেয়নি কেন? বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর ব্যবস্থা নেয়নি কেন?’’
advertisement
5/9
দেবের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকেও তোপ দাগলেন অভিষেক৷ তাঁর কথায়, ‘‘আজ থেকে ৬ বছর আগে ১৮ জুলাই পিএম কৃষকদের উন্নয়নের কথা বলেছিলেন। পরের দিন আমি সভা করেছিলাম। আজ বলতে চাই মেদিনীপুর হাওড়া হুগলি কৃষকদের চোখে জল কেন?’’
দেবের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকেও তোপ দাগলেন অভিষেক৷ তাঁর কথায়, ‘‘আজ থেকে ৬ বছর আগে ১৮ জুলাই পিএম কৃষকদের উন্নয়নের কথা বলেছিলেন। পরের দিন আমি সভা করেছিলাম। আজ বলতে চাই মেদিনীপুর হাওড়া হুগলি কৃষকদের চোখে জল কেন?’’
advertisement
6/9
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান উচিত কি না? দেবকে বলেছে মানুষকে কথা দিয়েছি। কেন্দ্রকে জানিয়েছি। তারপরেও হয়নি। আমি বলেছি যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে এটা করবে না৷ আমি সিএমকে ফোন করি। এরা দেবে না। ১ মাসে না দিলে আমার সরকার করবে৷ কেন্দ্র না দিলে যা লাগুক আমরা দেব। আমি কথা দিয়ে কথা রাখার লোক৷ ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো৷’’
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান উচিত কি না? দেবকে বলেছে মানুষকে কথা দিয়েছি। কেন্দ্রকে জানিয়েছি। তারপরেও হয়নি। আমি বলেছি যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে এটা করবে না৷ আমি সিএমকে ফোন করি। এরা দেবে না। ১ মাসে না দিলে আমার সরকার করবে৷ কেন্দ্র না দিলে যা লাগুক আমরা দেব। আমি কথা দিয়ে কথা রাখার লোক৷ ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো৷’’
advertisement
7/9
এদিন তাঁর ভাষণে উঠে এল লক্ষ্মীর ভাণ্ডারের কথাও৷ তিনি বলেন, ‘‘কেন্দ্র টাকা আটকে রেখে দিয়েছে। ১০০ দিনের টাকা পৌছে দেবে তৃণমূল৷ ১ এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুন৷ ২৫ হাজার কোটি খরচ করে লক্ষ্মীর ভান্ডার করতে পারি৷ ১৫০০ কোটি দিয়ে মাস্টার প্ল্যান করতে পারি৷ মাস্টার প্ল্যান হবে। অভিষেক বন্দোপাধ্যায় তৃণমূলের গ্যারান্টি৷’’
এদিন তাঁর ভাষণে উঠে এল লক্ষ্মীর ভাণ্ডারের কথাও৷ তিনি বলেন, ‘‘কেন্দ্র টাকা আটকে রেখে দিয়েছে। ১০০ দিনের টাকা পৌছে দেবে তৃণমূল৷ ১ এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুন৷ ২৫ হাজার কোটি খরচ করে লক্ষ্মীর ভান্ডার করতে পারি৷ ১৫০০ কোটি দিয়ে মাস্টার প্ল্যান করতে পারি৷ মাস্টার প্ল্যান হবে। অভিষেক বন্দোপাধ্যায় তৃণমূলের গ্যারান্টি৷’’
advertisement
8/9
দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। পরে মত বদলান তৃণমূল সাংসদ৷ এদিন দেবের কথায় উঠে এল সেই প্রসঙ্গ৷
দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। পরে মত বদলান তৃণমূল সাংসদ৷ এদিন দেবের কথায় উঠে এল সেই প্রসঙ্গ৷
advertisement
9/9
দেবের কথায়, ‘‘রাজনীতিতে সবচাইতে বেশি অভাব বিশ্বাসের৷ কাকে বিশ্বাস কাকে নয়৷ বলেছিলাম রাজনীতি করব না৷ ঘাটাল মাস্টার প্ল্যান সত্যি হবে সেটা অভিসেক বাবু বলেন৷ কে জিতবে কে হারবে সেটা বড় কথা নয়। যে সুখে দুখে মানুষের সাথে থাকবে তার জেতা উচিত’’
দেবের কথায়, ‘‘রাজনীতিতে সবচাইতে বেশি অভাব বিশ্বাসের৷ কাকে বিশ্বাস কাকে নয়৷ বলেছিলাম রাজনীতি করব না৷ ঘাটাল মাস্টার প্ল্যান সত্যি হবে সেটা অভিসেক বাবু বলেন৷ কে জিতবে কে হারবে সেটা বড় কথা নয়। যে সুখে দুখে মানুষের সাথে থাকবে তার জেতা উচিত’’
advertisement
advertisement
advertisement