Kolkata School Bus Missing: ৪০ জন পড়ুয়া নিয়ে 'উধাও' সল্টলেকের স্কুলের ৩টি বাস! তোলপাড় শহর, শেষমেশ যা হল...

Last Updated:

স্কুল ছুটি হওয়ার দীর্ঘ সময় পরেও পড়ুয়ারা বাড়ি না ফেরায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। (Kolkata School Bus Missing)

স্কুল বাসের রং হলুদ কেন?
রঙের জগতে, প্রতিটি রঙের নিজস্ব বিশেষ স্পন্দন রয়েছে। এই ভিত্তিতে রং দেখা হয়। রাস্তায় চলাচলকারী যানবাহনে শুধু স্কুল বাসই হলুদ নয়, আপনি নিশ্চয়ই দেখেছেন যে বেশিরভাগ ট্যাক্সি এবং অটোও হলুদ রঙের। জেনে রাখুন, রঙের Vibgyor হল সাতটি রঙের সংমিশ্রণ, যার মধ্যে রয়েছে বেগুনি, আকাশি, নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
স্কুল বাসের রং হলুদ কেন? রঙের জগতে, প্রতিটি রঙের নিজস্ব বিশেষ স্পন্দন রয়েছে। এই ভিত্তিতে রং দেখা হয়। রাস্তায় চলাচলকারী যানবাহনে শুধু স্কুল বাসই হলুদ নয়, আপনি নিশ্চয়ই দেখেছেন যে বেশিরভাগ ট্যাক্সি এবং অটোও হলুদ রঙের। জেনে রাখুন, রঙের Vibgyor হল সাতটি রঙের সংমিশ্রণ, যার মধ্যে রয়েছে বেগুনি, আকাশি, নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
#কলকাতা: আচমকাই কলকাতায় ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের বাস হারিয়ে যাওয়ার ঘটনা। শহরজুড়ে চরম আতঙ্ক ও শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনার জেরে। জানা গিয়েছে, সল্টলেকের শিক্ষা নিকেতনের তিনটি স্কুল বাস প্রায় ৪০ জন পড়ুয়াকে নিয়ে আচমকাই উধাও হয়ে যায়। আজই প্রথমবার স্কুল খুলেছিল সল্টলেকের শিক্ষা নিকেতন। স্কুল ছুটি হওয়ার দীর্ঘ সময় পরেও পড়ুয়ারা বাড়ি না ফেরায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। (Kolkata School Bus Missing)
অভিভাবকরা জানান, শুক্রবারই মহিষবাথানের সল্টলেক শিক্ষা নিকেতন স্কুল খুলেছে। স্কুল ছুটি হয়ে গিয়েছে ১১টা নাগাদ। কিন্তু তার পর কয়েক ঘণ্টা কেটে গেলেও কোনও পডুয়া বাড়ি ফেরেনি। ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। জানা যাচ্ছে, মোট তিনটি বাসের কোনও হদিশ মেলেনি। এর পর স্কুলে গিয়ে অভিভাবকরা বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
advertisement
সল্টলেকের স্কুলে অভিভাবকদের বিক্ষোভ সল্টলেকের স্কুলে অভিভাবকদের বিক্ষোভ
advertisement
আরও পড়ুন: বঙ্কিমের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা, পর্দায় এবার 'আনন্দমঠ'! দায়িত্বে রাজামৌলির বাবা
এমনকী, স্কুল বাসের চালকদের মোবাইলেও কোনও ভাবে যোগাযোগ করা যাচ্ছিল না বলে অভিযোগ অভিভাবকদের। দুশ্চিন্তায় স্কুলে পৌঁছেছেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের দাবি, বাসে যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়। তবে বাসের চালকের সঙ্গে যোগাযোগ করতে না পারায় স্কুলের দাবি মানতে নারাজ অভিভাবকরা। দুশ্চিন্তা গ্রাস করেছে তাঁদের।
advertisement
আরও পড়ুন: বাসস্ট্যান্ডের কাছের রাস্তায় মৃতদেহ পড়ে! দিঘার রাস্তায় আচমকা ব্যাপক চাঞ্চল্য
ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশের হস্তক্ষেপে অবশেষে বাড়ি ফেরে স্কুলের বাচ্চারা। পুলিশ সূত্রে খবর, সিস্টেমিকাল সমস্যার কারণে দেরি হয়েছিল বাসগুলির। সুরক্ষিত অবস্থায় প্রত্যেক বাচ্চা বাড়ি পৌঁছেছে, এমনটাই জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে অভিভাবকদেরকে যেমন দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে পাশাপাশি সংবাদমাধ্যম কথা বলতে গেলেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। এমন অভিযোগ উঠেছে দুই তরফেই।
advertisement
অনুপ চক্রবর্তী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata School Bus Missing: ৪০ জন পড়ুয়া নিয়ে 'উধাও' সল্টলেকের স্কুলের ৩টি বাস! তোলপাড় শহর, শেষমেশ যা হল...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement