Road Accident: কলকাতায় ফের পথের বলি, এক্সাইড মোড়ে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারালেন বরাহনগরের মহিলা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Road Accident: ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে পালিয়ে গেলেও পরে শ্যামবাজার থেকে আটক করা হয়েছে ওই বাস এবং অভিযুক্ত বাসচালককে। অন্যদিকে এদিন সকালেই ওয়েলিংটম মোড়ে স্কুলবাসের চাকায় পিষ্ট হন এক বৃদ্ধা।
কলকাতা ও হাওড়া : সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার সাত সকালেই পথ দুর্ঘটনা কলকাতার দু’ প্রান্তে। এদিন সকাল ৯টা নাগাদ এক্সাইড মোড়ে দুই বাসের মধ্যে রেষারেষির বলি হন বরাহনগরের বাসিন্দা রেশমি নন্দী (৪৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে রোটারি সদনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন সকালে এক্সাইড মোড়ে রেষারেষি চলছিল একটি সরকারি বাস এবং ২২২ নম্বর রুটের একটি বেসরকারি বাসের মধ্যে। সরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে ২২২ নম্বর রুটের বাসটি ধাক্কা মারে রেশমিকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মত্যু হয় এই মধ্যবয়সিনীর। ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে পালিয়ে গেলেও পরে শ্যামবাজার থেকে আটক করা হয়েছে ওই বাস এবং অভিযুক্ত বাসচালককে। অন্যদিকে এদিন সকালেই ওয়েলিংটম মোড়ে স্কুলবাসের চাকায় পিষ্ট হন এক বৃদ্ধা।
কলকাতার পাশাপাশি হাওড়াতেও পথের বলি। রবিবার হাওড়ার ব্যাঁটরা থানার কদমতলায় বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ হারান এক মহিলা। নিহতের নাম অর্চনা দত্ত। অনুষ্ঠানবাড়ি থেকে ফেরার পথে তাঁর বাড়ির সামনেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দ্রুতগতিতে ছুটে আসা মোটরবাইক ধাক্কা দেয় অর্চনাকে। গুরুতর আহত অবস্থায় অর্চনাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্তকে আড়াল করার অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন : কড়া নজরদারি চালিয়ে মানবপাচার চক্র মোকাবিলার অভিযানে বড় সাফল্য রেলের
প্রসঙ্গত পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক প্রচার চললেও রোধ করা যায়নি দুর্ঘটনা। শহরের রাজপথের পাশাপাশি দুর্ঘটনার বলি হওয়ার ঘটনা জারি রয়েছে জেলাতেও। শনিবার রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মিনাখাঁয় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারান ৪ জন, আহত হন ২০ বাসযাত্রী। মিনাখাঁর জয়গ্রাম মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে বিয়েবাড়ির বাসটি। ঘটনায় পুরো দোকানটি ভেঙে তছনছ হয়ে যায়। দোকানের ভেতরে থাকা এক মহিলা, গাড়ির চালক-সহ মোট চারজনের মৃত্যু হয়। ভগ্নগ্রস্ত দোকানের দেওয়ালের ইটের পাজরের ভিতর থেকে জেসিবি দিয়ে দেহ উদ্ধার করা হয়।
advertisement
advertisement
( প্রতিবেদন: রৌনক দত্ত চৌধুরী ও দেবাশিস চক্রবর্তী)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2025 10:59 AM IST