#কলকাতা: রবিবার রাতে ধাওয়া করে এক ছিনতাইবাজকে গ্রেফতার করল পাটুলি থানার পুলিশ। ওই দিন রাতে ঘটনাটি ঘটে পাটুলির ঝিল পাড়ের জে ব্লকে। নির্জন এলাকায় বিপদ যে অপেক্ষা করছে তা বিন্দুমাত্র বুঝতে পারেননি অভিযোগকারী। ঠিক সেই সময় কবিতা আইচ নামে এক ইমিটেশেনের দোকানের মালিক ফিরছিলেন ওই রাস্তা দিয়ে। রাত দশটা নাগাদ দোকান বন্ধ বাড়ি ফেরেন মাঝে মধ্যেই। পাটুলি ঝিল পাড়ের জে ব্লকে পৌঁছাতেই হঠাৎ বুঝতে পান কেউ যেন পিছু নিয়েছে। কবিতা আইচ রবিবার রাতে অনেকটাই রাস্তা শুনশান দেখে দ্রুত গতিতে হাঁটতে শুরু করেন। ঠিক সেই সময় তিনি বুঝতে পান তার গলার হার টানছেন কোন ব্যাক্তি, তা বুঝে ওঠার আগেই সোনার হার নিয়ে ছুটতে শুরু করে ছিনতাইকারী।
আরও পড়ুন: ঝুলছে স্বামী, স্ত্রী'র দেহ পড়ে খাটের উপর, মেমারিতে হাড়হিম কাণ্ড
কবিতা আইচ তত ক্ষণে ছিনতাইয়ের ঘটনা বুঝে ওঠার সঙ্গে সঙ্গেই চিৎকার করতে শুরু করেন। জে ব্লকের আশপাশে থাকা লোকজনের চোর চোর চিৎকারে পাটুলির ঝিল পাড় এলাকায় টহল দেওয়া পুলিশ ছুটে আসে। ঘটনার কথা শুনেই বাইক নিয়ে পাটুলি থানার এক কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার ছুটে যায় ওই অভিযুক্তের দিকে। বেশ কয়েকশো মিটার ধাওয়া করে ওই অভিযুক্ত পাকড়াও করে পুলিস। তাকে আটক করে পাটুলি থানায় নিয়ে আসার পরে উদ্ধার হয় মহিলার সোনার চেন। পুলিশ সূত্রে খবর ধৃতের নাম সাজিদুল গাজি। সোমবার আলিপুর আদালতে পেশ করা হলে অভিযুক্ত সাজিদুল গাজিকে নিজেদের হেফাজতে চায় পাটুলি থানায় পুলিশ।
আরও পড়ুন: পদ্মা সেতুতে বিভোর? ভারতের এই দীর্ঘতম সেতু ধারেভারে অনেক এগিয়ে! জানলে চমকে উঠবেন!
আলিপুর আদালত পুলিশের বক্তব্য শুনে দুইদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে খবর এই ব্যাক্তির নামে পাটুলি থানা এলাকায় এর আগে কোন ছিনতাইয়ের অভিযোগ আসেনি, তবে অন্য থানায় তার নামে কোন অভিযোগ আছে কিনা তা জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। গত বছর রেড় রোড়ে ছিনতাইয়ের ঘটনা যথেষ্ট কপালে ভাঁজ ফেলেছিল ময়দান থানার পুলিশ অফিসারদের। এই বার এই ঘটনার নেপথ্যে কোনও নতুন চক্র কিনা তাও জানতে চায় কলকাতা পুলিশ।
Susovan Bhattacharjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime