#বর্ধমান: বাড়ির ভিতর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুরে। মৃত স্বামী ও স্ত্রীর নাম বাবু ঘোষ(২৯) এবং অনিতা ঘোষ(২৫)। মাস পাঁচেক আগে তাদের বিয়ে হয়। ঘরের ভেতরে বাবুর দেহ ঝুলন্ত অবস্থায় এবং খাটের উপরে অনিতার দেহ পড়ে ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক অনুমান, বাবু তার স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে। ঘটনার খবর পেয়ে মেমারি থানা পুলিশ মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে পাঠায়।
আরও পড়ুন: লক্ষ্যে স্পেশ্যাল ১৯, বঙ্গ বিজেপির নতুন চমক 'প্রবাস'! গেরুয়া শিবিরে প্রবল আলোড়ন
প্রতিবেশীরা জানান, মৃত বাবু এবং অনিতা দু'জনেরই আগে বিয়ে হয়েছিল। তাদের দু'জনেরই একটি করে আগের পক্ষের সন্তান আছে। বাবুর আগের পক্ষের সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হত। তার জেরেই এই ঘটনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman news, West Bengal news