Kolkata Police: কলকাতা পুলিশের পেজে 'পুষ্পা রাজ', মুহূর্তে ভাইরাল ছবি

Last Updated:

Kolkata Police Pushpa Advertisement: শুধু বাণিজ্যিক সাফল্য নয়, একাধিক গান, নাচের ভঙ্গি থেকে অল্লু অর্জুনের দাড়িতে হাত চালানো বা সংলাপ, অনেককিছু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পুষ্পা ছবির দৃশ্য়
পুষ্পা ছবির দৃশ্য়
#কলকাতা: পুষ্পা এ বার কলকাতা পুলিশের (Kolkata Police) বিজ্ঞাপনেও। এর আগে কলকাতা পুলিশ নানা সময়ে আধুনিক নানা ট্রেন্ডিং বিষয় সচেতনতামূলক বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে সামনে তুলে এনেছিল। কলকাতা পুলিশের (Kolkata Police) এমন বিজ্ঞাপন ভাইরালও হয়েছে বারবার। এ বার লটারি জালিয়াতির বিজ্ঞাপনে পুষ্পা ছবির প্রসঙ্গ তুলে আনল কলকাতা পুলিশ।
দক্ষিণের তারকা আল্লু অর্জুন ও রশ্মিকা মানদানা অভিনীত পুষ্পা তামিল, মালায়লম ও কন্নড় ভাষার পাশাপাশি মুক্তি পেয়েছে হিন্দিতেও। সংবাদ সংস্থার খবর অনুসারে এখন পর্যন্ত ছবিটি প্রায় ১০০ কোটি টাকা লাভ করে ফেলেছে। সোমবার একটি টুইট করে এ কথা জানিয়েছেন রমেশ বালা।
advertisement
advertisement
শুধু বাণিজ্যিক সাফল্য নয়, একাধিক গান, নাচের ভঙ্গি থেকে অল্লু অর্জুনের দাড়িতে হাত চালানো বা সংলাপ, অনেককিছু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভাইরাল আর রিলের ভিড় থেকেই পুষ্পাকে তুলে নিয়ে এসে একটু অন্য ভাবে প্রয়োগ করেছে কলকাতা পুলিস। কলকাতায় ইদানিং নানা সাইবার ক্রাইমের মধ্যে লটারি জেতার নাম করে টাকা হাতানোর ঘটনাও ঘটেছে। সেই নিয়েই আগে থেকে সতর্ক করে দিতে কলকাতা পুলিশের এই বিজ্ঞাপন।
advertisement
এর আগে কলকাতা পুলিশের (Kolkata Police) পেজে সচেতনতা মূলক বিজ্ঞাপনে উঠে এসেছে মানি হাইস্টের প্রফেসর। কখনও বা পাসওয়ার্ড ও টুথব্রাশের মধ্যে তুলনা টেনে সচেতন করেছে কলকাতা পুলিশ। কখনও করোনার সচেতনায় এসেছে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি সোনার কেল্লার কথাও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: কলকাতা পুলিশের পেজে 'পুষ্পা রাজ', মুহূর্তে ভাইরাল ছবি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement