Kolkata Police Commissioner: আরজি কর কাণ্ডে নয়, নবান্ন অভিযান নিয়ে এবার কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Kolkata Police Commissioner: নবান্ন অভিযানের দিন কলকাতা তো বটেই, হাওড়াতেও আক্রান্ত হয়েছিল পুলিশ।
কলকাতা: গত ২৭ অগাস্টের নবান্ন অভিযান নিয়ে এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী দু’সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কমিশনের।
প্রসঙ্গত, ২৭ তারিখের নবান্ন অভিযানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে সামিল পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচার করা হয়েছে, নির্বিচারে গ্রেফতার করা হয়েছে, এই মর্মে অভিযোগ জানিয়েছিলেন ভারতীয় হিউম্যান রাইটস ইনিসিয়েটিভ নামক সংস্থার তরফে ওপি ব্যাস নামের এক ব্যক্তি। সেই অভিযোগ গ্রহণ করে এই নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন।
advertisement
advertisement
নবান্ন অভিযানের দিন কলকাতা তো বটেই, হাওড়াতেও আক্রান্ত হয়েছিল পুলিশ। সাংবাদিক সম্মলনে লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘যেরকম প্রমাণ পাব, সেরকম ব্যবস্থা নেব’। জানানো হল, ‘আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। আমরা দেখছি, কোথায় কী আছে’?
আরজি কর কাণ্ডে প্রতিবাদে নবান্ন অভিযান করে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। সেই কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে শহরে। গঙ্গার দুপাড়েই বিক্ষোভকারীদের নিশানায় ছিল পুলিশ। ভিড়ের মধ্যে থেকে ইটের আঘাতে চোখে গুরুতর আঘাত পান কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। হেস্টিংস মোড়ে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। এবার সেই ঘটনাতেই কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 12:02 PM IST