প্রথম দেখাতেই প্রিন্সেপ ঘাটে গঙ্গাবক্ষে নৌকায় যুবতীর সঙ্গে জোর করে সঙ্গ*মের অভিযোগ! গ্রেফতার যুবক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Crime Against Woman: খাস কলকাতায় যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল। সমাজমাধ্যমে পরিচয়ের পরে যুবকের সঙ্গে সাক্ষাত করেন যুবতী। সেই দিনই নৌকাবিহারের সময়ে যুবতীকে ধর্ষণ করা হয় বলে দাবি নির্যাতিতার।
কলকাতা: খাস কলকাতায় যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল। সমাজমাধ্যমে পরিচয়ের পরে যুবকের সঙ্গে সাক্ষাত করেন যুবতী। সেই দিনই নৌকাবিহারের সময়ে যুবতীকে ধর্ষণ করা হয় বলে দাবি নির্যাতিতার।
advertisement
পুলিশ সূত্রে খবর, প্রথম সাক্ষাতের দিনই গঙ্গাবক্ষে নৌকায় ২৩ বছরের ওই যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে দীপ নারায়ণ ভট্টাচার্য নামে এক যুবককে গ্রেফতার করেছে নেতাজি নগর থানার পুলিশ।
advertisement
ধৃত ওই যুবকের বিরুদ্ধে আরও অভিযোগ, ঘটনার পর থেকেই টাকা চেয়ে হুমকি দেওয়া হত ওই যুবতীকে। জানা গিয়েছে, সমাজমাধ্যমে আলাপের পর প্রথম দিকে চ্যাট এবং টেক্সট মেসেজে দুজনের মধ্যে কথা হত। পরে ফোনে কথা হতে শুরু করে, তারপরই একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়।
advertisement
পরে মার্চ মাসে তারা প্রথম দেখা করেন প্রিন্সের ঘাটে। প্রথম সাক্ষাতের দিনই যুবতীকে গঙ্গাবক্ষে নৌকার ভিতরে ধর্ষণ করা হয়েছে বলে যুবতীর অভিযোগ। ঘটনার পর থেকে যুবতীর কাছে থেকে একাধিক বার হুমকি দিয়ে টাকা তুলেছেন বা তোলাবাজি করেছেন অভিযুক্ত যুবক, অভিযোগ এমনই।
advertisement
জুলাই মাসে নেতাজি নগর থানায় লিখিত অভিযোগ করেন যুবতী। এফআইআর করে তদন্ত শুরু হলেও অভিযোগ হয়েছে জানার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন এই যুবক। অবশেষে গ্রেফতার করে রবিবার আলিপুর আদালতে পেশ করা হলে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 31, 2025 4:36 PM IST