SSC Recruitment Case: SSC কাণ্ডে অযোগ্যদের তালিকায় বিধায়ক-কন্যার নাম! রাতে যুক্ত হয়েছে নাম, জানেন কোথাকার MLA?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC Recruitment Case: অযোগ্যদের নাম প্রকাশ্যে এসেছে শনিবারই। সেই তালিকায় উঠে এসেছে একাধিক প্রভাবশালীর নাম। প্রথমে ১৮০৪ জনের নাম সামনে এলেও পরে আরও দুজনের নাম যুক্ত করা হয়।
অযোগ্যদের নাম প্রকাশ্যে এসেছে শনিবারই। সেই তালিকায় উঠে এসেছে একাধিক প্রভাবশালীর নাম। প্রথমে ১৮০৪ জনের নাম সামনে এলেও পরে আরও দুজনের নাম যুক্ত করা হয়।
advertisement
শেষ পর্যন্ত অযোগ্যদের তালিকায় নাম এসেছে চোপড়ার তৃণমূলের বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম। রোশনারা বেগম চোপড়ার কালিগঞ্জ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।
advertisement
আদালতের নির্দেশে আগেই চাকরি গিয়েছিল, এবার অযোগ্যদের তালিকায় নাম এল রোশনারা বেগমের। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়ম মেনে ১৮০৬ জনের নাম প্রকাশিত হয়েছে।
advertisement
এদিকে, অযোগ্যদের তালিকায় নাম বেরল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অজয় মাজির। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। বর্তমানে তিনি সবংয়ের মোহাড় হাইস্কুলের শিক্ষকতা করতেন।
advertisement