Kamaleshwar Mukherjee | Bikash Ranjan Bhattacharya: বই বিপণি ভাঙার প্রতিবাদ ঘিরে রাসবিহারীতে গোলমাল, গ্রেফতার বিকাশ-কমলেশ্বররা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kamaleshwar Mukherjee | Bikash Ranjan Bhattacharya: জানা গিয়েছে, বইয়ের বিপণি ভাঙচুরের প্রতিবাদ জানাতে গিয়েছিলেন বিকাশ, কমলেশ্বররা। কিন্তু তা করতে গিয়েই গ্রেফতার হয়ে গেলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এবং সিপিএমের নেতারা।
#কলকাতা: কলকাতার রাসবিহারী এভিনিউতে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কল্লোল মজুমদার, চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে আটক করল পুলিশ। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে থানা থেকে ছেড়ে দিলেও তিন জন এখনও আটক। কল্লোল মজুমদার
জানা গিয়েছে, বইয়ের বিপণি ভাঙচুরের প্রতিবাদ জানাতে গিয়েছিলেন বিকাশ, কমলেশ্বররা। কিন্তু তা করতে গিয়েই গ্রেফতার হয়ে গেলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এবং সিপিএমের নেতারা। রাসবিহারী এভিনিউতে প্রতাপাদিত্য রোডে সিপিএমের ‘প্রগতিশীল সাহিত্য’ বিপণিতে সপ্তমীর রাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই বইয়ের বিপণিতে 'চোর ধরো, জেল ভরো' পোস্টারও দেখা গিয়েছে। সিপিএম-এর অভিযোগ, সেই পোস্টার দেখেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই বিপণিতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
advertisement
advertisement
সেই ঘটনায় প্রতিবাদে অষ্টমীর দিন বিকেলে রাসবিহারী এভিনিউতে জমায়েত করেন কমলেশ্বর মুখোপাধ্যায়, সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রবীন দেব, কল্লোল মজুমদার, গৌতম গঙ্গোপাধ্যায়রা। অভিযোগ, সেই বই বিপণি আবার চালু করার উদ্যোগ নেওয়া হলে গণ্ডগোল বাধে। পুলিশ সূত্রে অবশ্য বলা হয়েছে, সিপিএমের ওই বই বিপণি খোলা নিয়ে স্থানীয় পুজো কমিটির সঙ্গে গোলমাল বাধে। প্রতিবাদ সভা ঘিরে এ দিন আবার গোলমাল হয়।
advertisement
এরপই গ্রেফতার করা হয় বিকাশ, কমলেশ্বরদের। পরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে থানা থেকে ছেড়ে দিলেও তিন জন এখনও আটক বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 03, 2022 7:55 PM IST