জানাল যান্ত্রিক ত্রুটি, অথচ ভিতরে বোমাতঙ্ক! চিনগামী বিমান ঘিরে ভারতীয় আকাশ তোলপাড়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Indian Airspace: ৩২০ থেকে ৪৭৫ জন যাত্রী ধারণ ক্ষমতার ইরানি ক্যারিয়ার মাহান এয়ার দ্বারা পরিচালিত এয়ারবাস A340 ইরানের তেহরান থেকে চিনের গুয়াংজুতে যাচ্ছিল।
#নয়াদিল্লি: ইরান থেকে চিনগামী বিমানে বোমাতঙ্ক। আর সেই চাঞ্চল্য ছড়াল দিল্লি বিমানবন্দরেও। জানা গিয়েছে, ইরানের একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান এদিন সকালে যান্ত্রিক গোলযোগের কারণ দেখিয়ে দিল্লিতে অবতরণ করার অনুমতি চায়। কিন্তু সেই সময়ই খবর মেলে তেহরান থেকে আগত ওই বিমানে বোমা রয়েছে। এরপরই দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ হাই অ্যালার্ট জারি করে। সূত্রের খবর, প্রাথমিকভাবে একটি সতর্কতা জারি করা হয়েছিল এবং পঞ্জাব এবং যোধপুর থেকে IAF Su-30 MKI ফাইটার জেটগুলি বিমানটিকে আটকাতে এগিয়ে আসে।
৩২০ থেকে ৪৭৫ জন যাত্রী ধারণ ক্ষমতার ইরানি ক্যারিয়ার মাহান এয়ার দ্বারা পরিচালিত এয়ারবাস A340 ইরানের তেহরান থেকে চিনের গুয়াংজুতে যাচ্ছিল। মহান এয়ার ফ্লাইটটিতে বোমাতঙ্কের হুমকি পাওয়ার পরে দিল্লি বিমানবন্দর ATC-এর সঙ্গে যোগাযোগ করেছিল এবং অবিলম্বে দিল্লিতে অবতরণ করার অনুমতি চাওয়া হয়।
‘Bomb threat’ onboard Iranian passenger jet over Indian airspace, with final destination in China, triggers alert, IAF jets scrambled. The passenger jet is now moving towards China. Security agencies monitoring the plane: Sources pic.twitter.com/5Up2fHURxW
— ANI (@ANI) October 3, 2022
advertisement
advertisement
আরও পড়ুন: বড় অঘটন ঘটতে পারে, শহরের দুই মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করে দিল প্রশাসন!
এদিকে, ইরান থেকে চিনগামী ওই বিমানে বোমাতঙ্কের জেরে পঞ্জাব ও যোধপুর থেকেও ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান পাঠানো হয় যাতে ওই বিমান ভারতে অবতরণ করতে না পারে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, চিনগামী ওই বিমানটি দিল্লিতে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল। বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণেই জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়েছিল বলে জানানো হয়।
advertisement
কিন্তু সকাল ৯টা ২০ মিনিট নাগাদ পুলিশের কাছে একটি ফোন আসে। তাতে বলা হয়, তেহরান থেকে আগত ওই বিমানে বোমা রয়েছে। সেই সময় বিমানটি ভারতীয় এয়ারস্পেসেই ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে। ভারতের কোথাও যাতে বিমানটি অবতরণ করতে না পারে এবং আকাশে যাতে কোনও দুর্ঘটনা বা বিপত্তি না ঘটে, তার জন্য পঞ্জাব ও যোধপুরের এয়ারবেস থেকে যুদ্ধবিমানও আনা হয়। দিল্লি বিমানবন্দরের কাছে ওই বিমানটি অবতরণের অনুমতি চাইলেও, সেই অনুমতি দেওয়া হয়নি। বিমানটি যোধপুরে অবতরণ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু পরে তাও বাতিল করা হয়। এরপর বিমানটি চিনের দিকেই রওনা দিয়েছে বলে খবর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 03, 2022 5:39 PM IST