Kolkata News: পান থেকে চুন খসলেই চলছে গুলি, আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? উত্তর খুঁজছে কল্লোলিনী

Last Updated:

Kolkata News: দু'পক্ষের গণ্ডগোলের জেরে উত্তাল তিলজলা এলাকা। বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে খোদ পুলিশের ডিসি।

কলকাতায় ফের গুলি
কলকাতায় ফের গুলি
কলকাতা: পারিবারিক বিবাদের জেরে রীতিমতো যুদ্ধংদেহী পরিস্থিতি তিলজলা হনুমান মন্দির এলাকায় (Kolkata News)। ধারালো অস্ত্রের কোপে একজনের বামহাত কেটে রক্তারক্তি কাণ্ডে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। সঙ্গে আরেকজন আহত হয়। অভিযোগ তিন রাউন্ড গুলি ও চলেছে। বোম ছুঁড়ে মারার অভিযোগও ওঠে। দু'পক্ষের গণ্ডগোলের জেরে শুধু থানার পুলিশকর্মীরা নয়, খোদ পুলিশের ডিসি বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
জানা গিয়েছে, রামোদা রায় ও রামনরেশ রায় দুই ভাই। ঘটনাস্থলের পাশেই থাকে দুজনে।দুজনেরই পরিবারে ছেলেপুলে নাতিপুতি রয়েছে। রামোদা ও রামনরেশের সুসম্পর্ক থাকলেও, তাদের ছেলেমেয়েরা একে অন্যে রীতিমতো আদায় কাচঁকলায় সম্পর্ক। রামোদার ৬ ছেলে।তার মধ্যে একজন কারখানায় ৩ বছর আগে লোহা চুরি করতে গিয়ে মারা যায়।
advertisement
advertisement
জীবধ, বিনোদ, প্রকাশ, শিবধ, রিবধ এই পাঁচ জন ছেলে। এরা প্রত্যেকেই পুলিশের খাতায় অপরাধী বলে চিহ্নিত।  অন্যদিকে রামনরেশের ছেলেরা দেবকুমার রায়,অবোধ রায়।দেবকুমারের ছেলে রাজু রায়। এরা প্রত্যেকেই খাটাল, ইত্যাদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। ওই খাটাল নিয়ে রামোদার ছেলেদের সঙ্গে আগে ঝামেলা হয়েছিল (Kolkata News)। তবে এই ঝামেলা দীর্ঘদিনের।  জিবধ, এলাকায় একটি প্রমোটিং এর জন্য রাজুর কাছে থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল।
advertisement
প্রতিশ্রুতি দিয়েছিল কাজ সম্পূর্ণ হলে আড়াই লক্ষ টাকা ফেরৎ দেবে রাজুকে। সেই টাকা আজও দিচ্ছিল না।  গতকাল সেই টাকা জীবধকে পুনরায় ফেরৎ দিতে বললে রাতেই জীবধ, বিনোদরা ঝামেলা শুরু করে। সেই ঝামেলা তিলজলা (Kolkata News) থানা পর্যন্ত গড়ায়। আজ সকালে দুপক্ষের মধ্যে মারামারি খণ্ডযুদ্ধে (Tiljala Firing) পরিণত হয়। জীবধের অস্ত্রের আঘাতে রাজুর বাম হাত অনেকটা কেটে যায়। ওকে বাঁচাতে এলে ওর বাবা দেব কুমারের হাতও কেটে যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজুকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। এরইমধ্যে গতকাল রিজেন্ট পার্ক এলাকাতেও গুলিতে মৃত্যু হয় একজনের। আজ সকালে তিলজলার গুলি চলার (Tiljala Firing)  ঘটনায় আঙুল উঠছে প্রশাসনের দিকে। সবার একটাই প্রশ্ন, কলকাতার মত একটি প্রশাসনিক দিক থেকে আটোসাটো শহরে কী ভাবে অবৈধ গুলি, আগ্নেয়াস্ত্র দুষ্কৃতীদের হাতে চলে আসছে? সেই নিয়ে উঠছে প্রশ্ন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: পান থেকে চুন খসলেই চলছে গুলি, আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? উত্তর খুঁজছে কল্লোলিনী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement