বেআইনি ফুটপাথ দখল রুখতে এবার আরও কড়া দাওয়াই, ছক কষছে পুলিশ-পুরসভা
- Published by:Raima Chakraborty
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
শহরের বেশিরভাগ বড় বড় বাজারগুলোর ক্ষেত্রেই হকাররা ফুটপাথ দখল করে দোকান করে রেখেছেন এই অভিযোগ প্রায়ই সামনে আসে।
#কলকাতা: পুজো কেটেছে, কিন্তু শীতের মরসুমের প্রাক্কালে কলকাতার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে লেগেই রয়েছে মানুষের ভিড়। কিন্তু এই বাজারগুলোকে কেন্দ্র করে একটা অভিযোগ যেটা বারবার সামনে উঠে আসে, তা হল বেআইনি দখলের অভিযোগ। শহরের বেশিরভাগ বড় বড় বাজারগুলোর ক্ষেত্রেই হকাররা ফুটপাথ দখল করে দোকান করে রেখেছেন এই অভিযোগ প্রায়ই সামনে আসে।
কলকাতা পুরসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয় গড়িয়াহাট, হাতিবাগান এবং নিউমার্কেটে ফুটপাথ মেপে করা হবে হকার সার্ভের কাজ। নথিভুক্ত হকার সংখ্যা কত সেই তথ্য সংগ্রহের পাশাপাশি হকারদের সঙ্গে সঠিক ভাবে সমন্বয় সাধন করার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা পুরসভার তরফে। এর আগে হাতিবাগান এবং গড়িয়াহাট মার্কেটে এই পরিদর্শন সারেন পুর আধিকারিকরা। পুরসভা কর্তৃক নিযুক্ত টাউন ভেন্ডিং কমিটির কো-চেয়ারম্যান এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার-সহ নিউ মার্কেট থানার আধিকারিকরা ছিলেন এই পরিদর্শনে।
advertisement
আরও পড়ুন: রাতে দাউ দাউ আগুন শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশে, ষড়যন্ত্রের অভিযোগ ঘরহারাদের!
নিউ মার্কেট থানার আধিকারিকদের উপস্থিতিতে চলল মাইকে প্রচারও। ফুটপাথের এবং রাস্তার দোকানগুলি মাপা হল। পুরসভার এই কমিটি বাজারগুলোর থেকে তৈরি রিপোর্টকে সামনে রেখে একটি বৈঠক করবে। এই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে কী ভবিষ্যৎ হবে এই বাজারগুলোর। পুরসভা সূত্রে খবর, বাজারগুলোর রিপোর্ট মোটেই সন্তোষজনক নয়। বেশিরভাগ দোকানের ক্ষেত্রেই ফুটপাতের এক তৃতীয়াংশের বেশি জায়গাই দখল করা ছিল। রাস্তারও একটা বড় অংশ দখল রয়েছে নিউমার্কেটের একাংশে।
advertisement
advertisement
আরও পড়ুন: রাত নামতেই ভোলবদল, কল সেন্টারে তখন শুরু অন্য খেলা! হাওড়ায় চাঞ্চল্য
টাউন ভেন্ডিং কমিটির সদস্য শক্তি মণ্ডল দাবি করেন এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হকারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেও সমস্যার যতটা সম্ভব সমাধানের চেষ্টা চালাচ্ছে পুরসভা এমনটাই দাবি করেন তিনি। তবে উচ্ছেদ করার আগে সঠিকভাবে পুনর্বাসনের চেষ্টা করবে পুরসভা, এমনটাই জানান তিনি। পুরসভা সূত্রে খবর শহরের তিনটি গুরুত্বপূর্ণ বাজারে এই পরিদর্শন শেষ হলে শহরের অন্যান্য গুরুত্বপূর্ন জায়গাগুলোকে বেছে ভবিষ্যতে একইভাবে পরিদর্শন করা হবে।।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 27, 2022 9:07 AM IST