Kolkata News: 'ইউ টার্ন' ইস্যুতে দিনভর যাত্রী ভোগান্তি! পুলিসের আশ্বাসে উঠল অটোচালকদের ধর্মঘট

Last Updated:

Kolkata News: বিধাননগর স্টেশন সংলগ্ন যানজট এড়ানোর জন্য উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ডের তরফে বেশ কিছু সিগনালে নতুন করে "নো ইউ টার্ন" চালু করা হয়েছে।

অটো ধর্মঘটে বেহাল দশা
অটো ধর্মঘটে বেহাল দশা
#কলকাতা: ব্যস্ত অফিস টাইমে উল্টোডাঙ্গা থেকে অফিসপাড়া সেক্টর ৫ এর দিকে যেতে চাইছে না কোনও অটো। একই পরিস্থিতি করুণাময়ী, বাগুইআটি, লেক টাউনের অটোরও। অগত্যা ঝুলতে ঝুলতে বাসে যাওয়া, কিংবা অনেকগুণ বেশি ভাড়া দিয়ে ট্যাক্সি বা অ্যাপ ক্যাবের সাহায্যে অফিসে সময়মতো পৌঁছতে চেষ্টা করছেন অনেকেই। কিন্তু কী কারণে যাবে না অটো জানেন না বেশিরভাগ যাত্রীই। খোঁজ নিয়ে জানা গেল বিধাননগর স্টেশন সংলগ্ন যানজট এড়ানোর জন্য উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ডের তরফে বেশ কিছু সিগনালে নতুন করে "নো ইউ টার্ন" চালু করা হয়েছে। আর তাকে ঘিরেই তুলকালাম।
কী কারণে এই নতুন নিয়ম চালু করা হল? পুলিশ সূত্রে দাবি, হাডকো মোড় থেকে তেলেঙ্গাবাগান পর্যন্ত যে বিপুল পরিমাণ যানজট, সেই যানজট এড়ানোর জন্যই বিধাননগর স্টেশন থেকে তেলেঙ্গাবাগান পর্যন্ত পরপর কয়েকটি মোড়ে 'নো ইউ টার্ন' বোর্ড লাগানো হয়েছে। তবে এখনও পর্যন্ত পরীক্ষামূলকভাবেই অস্থায়ী ব্যবস্থা নিয়েছে উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ড। আর তাতেই তুমুল যানজটের শিকার গোটা এলাকা।
advertisement
advertisement
এতে যানজট আদৌ কমে কিনা এবং বাকিদের কোন সমস্যা হচ্ছে কিনা কয়েকদিনের মধ্যেই তা পর্যালোচনা করে তবেই স্থায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলেই জানানো হয় পুলিশের তরফে। তবে এ কথা মানতে নারাজ অটো চালকরা। তাদের দাবি এর আগে যেখানে বিধাননগর স্টেশন থেকে তারা ইউটার্ন করতেন তা এখন অনেক দূরে গিয়ে ঠেকেছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলক বললেও তা অচিরেই স্থায়ী করে দেয়া হবে বলেই দাবি অটোচালকদের। ফলে রাস্তায় অটো নামলেও ব্যস্ত অফিস টাইমে অফিস যাত্রীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরাসরি না করে দেন এই সমস্ত রুটের অটোচালকেরা। পাশাপাশি বাগুইআটি এবং সল্টলেকের অটো ইউটার্ন করতে না পারায় তাদের রুটের ভেতর ঢুকে পড়ছে বলে অভিযোগ করেন শোভাবাজার উল্টোডাঙ্গা রুটের অটোচালকেরা। প্রতিবাদ স্বরূপ তাদেরও প্রচুর অটো আজ রাস্তায় যাত্রী পরিষেবা দিতে অস্বীকার করে।
advertisement
পরিস্থিতি মোকাবিলা করতে উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ডের তরফে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক এসে কথা বলেন অটো চালকদের সঙ্গে। অটো ইউনিয়নগুলির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর এই পরীক্ষামূলক সময়কালে অটোগুলিকে আগের একটি মোড় থেকে ঘোরাতে দেওয়ার কথা বলা হয় পুলিশের তরফে। জ্বালানির দাম যখন একদিকে ঊর্ধ্বমুখী তখন এইভাবে প্রতি ট্রিপে অতিরিক্ত প্রায় দু কিলোমিটার অটো চালাতে হলে তারা রাস্তায় অটো নামাবেন না, হুঁশিয়ারি দেন অটোচালকরা।
advertisement
সাহ্নিক ঘোষ
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: 'ইউ টার্ন' ইস্যুতে দিনভর যাত্রী ভোগান্তি! পুলিসের আশ্বাসে উঠল অটোচালকদের ধর্মঘট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement