Kolkata Murder: সোনাগাছিতে খুন! গলা-কাটা অবস্থায় উদ্ধার যৌনকর্মীর দেহ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
জানা যায়, সোনাগাছির ৯৮ নম্বর বিল্ডিংয়ে গলা-কাটা অবস্থায় উদ্ধার হয় এক যৌনকর্মীর দেহ
#কলকাতা: কলকাতার সোনাগাছির দুর্গাচরণ স্ট্রিটে ভয়াবহ খুন! গলা কেটে খুন করা হয় এক যৌনকর্মীকে।ঘটনাস্থলে বটতলা থানার পুলিশ।
জানা যায়, সোনাগাছির ৯৯ নম্বর বিল্ডিংয়ে গলা-কাটা অবস্থায় উদ্ধার হয় এক যৌনকর্মীর দেহ। মৃতার নাম প্রার্থনা মুখোপাধ্যায়। বটতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ঘরের আলমারি ভাঙা, জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে! চুরির অভিপ্রায়ে খুন? নাকি খুনির অন্য কোনও অভিসন্ধি ছিল? তদন্ত শুরু করেছে বটতলা থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
advertisement
advertisement
জানা যায়, শনিবার সন্ধেবেলা রোজকার মতোই ছেলেকে পড়তে পাঠিয়েছিলেন প্রার্থনা। তিনি ঘরেই ছিলেন। সেই সময় তাঁর ঘরে আসেন বহু পুরনো এক গ্রাহক। এরপর অনেকটা সময় কেটে যায়। আশপাশের যৌনকর্মীরা প্রার্থনাকে ঘর থেকে বের হতে না দেখে কৌতূহলী হন! দেখেন, ঘরের দরজা আলতো করে ভেজানো, পর্দা উড়ছে। উঁকি মেরে দেখেন, ঘরের ভিতর গলা-কাটা অবস্থায় পড়ে রক্তাক্ত প্রার্থনা। প্রতিবেশীদের দাবি, প্রার্থনার ঘর থেকে কখন যে গ্রাহক বেরিয়ে গিয়েছে, তা তাঁরা খেয়াল করেননি।
advertisement
SHANKU SANTRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2022 9:13 PM IST