Kolkata municipal corporation: ১২ জনের মৃত্যুতে ভাঙল ঘুম? বেআইনি নির্মাণ বন্ধে অ্যাপ আনছে পুরসভা

Last Updated:

Kolkata municipal corporation: গার্ডেনরিচ কাণ্ডের জের। গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়ার বিল্ডিং নির্মান নিয়ে বিশেষ সতর্ক কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ রুখতে চালু হয়েছে "কে এম সি এমপ্লয়ি" অ্যাপ। বেআইনি বিল্ডিং নির্মাণ রুখতে কীভাবে ব‍্যবহার করবেন এই অ‍্যাপ?

কলকাতা: গার্ডেনরিচ কাণ্ডের জের। গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়ার বিল্ডিং নির্মান নিয়ে বিশেষ সতর্ক কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ রুখতে চালু হয়েছে “কে এম সি এমপ্লয়ি” অ্যাপ। বেআইনি বিল্ডিং নির্মাণ রুখতে কীভাবে ব‍্যবহার করবেন এই অ‍্যাপ?
সূত্রের খবর অনুযায়ী, বেআইনি বিল্ডিং নির্মাণ রুখতে “কে এম সি এমপ্লয়ি” অ্যাপে ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ শুরু হল কলকাতা পৌরসভায়। প্রতিদিন নির্মাণের ছবি দিতে হবে তথ্যসহ। প্রতিদিন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সাইট ভিজিট করে অ্যাপে তথ্য ও ছবি পাঠাতে হবে।
advertisement
advertisement
প্রতিটি বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা এই বিষয়টি তদারকি করবেন। তারা রিপোর্ট পাঠাবেন ডিজির কাছে। কেএমসি এমপ্লয়ী মোবাইল অ্যাপে কিভাবে ছবি ও তথ্য আপলোড করবেন তার প্রশিক্ষণও শুরু করা হল কলকাতা পুরসভায়।
how to use kmc employee app (কীভাবে ব‍্যবহার করবেন কেএমসি এমপ্লয়ী অ‍্যাপ) এই বিষয়ে প্রশিক্ষণ দেবেন পুরসভার আইটি বিভাগের অফিসারেরা। আজ থেকে শুরু হল প্রশিক্ষণের কাজ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata municipal corporation: ১২ জনের মৃত্যুতে ভাঙল ঘুম? বেআইনি নির্মাণ বন্ধে অ্যাপ আনছে পুরসভা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement