Kolkata Metro Railways: মেট্রোয় দারুণ সুবিধা! ছুটির মরসুমে পরপর টানা ৪ রবিবার...ব্লু আর গ্রিন লাইনে বিশেষ পরিষেবা
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Satabdi Adhikary
Last Updated:
রাত ২২:০৫ টায় হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত (কোন পরিবর্তন নেই)। এই রবিবারগুলিতে ব্লু লাইনে ১৫:২০ থেকে ১৯:২০ পর্যন্ত ১০ মিনিটের বিরতির পরিবর্তে ৮ মিনিটের বিরতিতে পরিষেবা পাওয়া যাবে।
কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ছুটির মরসুমে টানা চারটি রবিবার অর্থাৎ ০৪.০১.২০২৬, ১১.০১.২০২৬, ১৮.০১.২০২৬ এবং ২৫.০১.২০২৬ তারিখে, ব্লু লাইন এবং গ্রিন লাইনের যাত্রীদের সুবিধার জন্য মেট্রো বিশেষ পরিষেবা পরিচালনা করতে চলেছে।
advertisement
ব্লু লাইন
ব্লু লাইনে ১৩০টি পরিষেবার পরিবর্তে মেট্রো ১৬০টি (৮০টি আপ + ৮০টি ডাউন) পরিষেবা চালাবে।
advertisement
প্রথম পরিষেবা:
সকাল ০৯:০০ টায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত (কোন পরিবর্তন নেই)
advertisement
সকাল ০৯:০০ টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোন পরিবর্তন নেই)
সকাল ০৯:০০ টায় নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত (কোন পরিবর্তন নেই)
advertisement
শেষ পরিষেবা:
রাত ২১:৩৩ টায় দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত (কোন পরিবর্তন নেই)
রাত ২১:৩৩ টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (২১:৩০ এর পরিবর্তে)
advertisement
রাত ২১:৪৪ টায় শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত (২১:৪৩ এর পরিবর্তে)
গ্রিন লাইন
গ্রিন লাইনে ১০৮টি পরিষেবার পরিবর্তে মেট্রো ১২৪টি (৬২টি আপ + ৬২টি ডাউন) পরিষেবা চালাবে।
advertisement
প্রথম পরিষেবা:
সকাল ০৯:০২ টায় সল্ট লেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত (কোন পরিবর্তন নেই)।
সকাল ০৯:০০ টায় হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর V পর্যন্ত (কোন পরিবর্তন নেই)।
advertisement
সকাল ০৯:০০ টায় সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান পর্যন্ত (কোন পরিবর্তন নেই)।
শেষ পরিষেবা:
রাত ২১:৫৫ টায় সল্ট লেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত (কোন পরিবর্তন নেই)।
রাত ২১:৫৫ টায় হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর V পর্যন্ত (কোন পরিবর্তন নেই)।
রাত ২২:০৫ টায় হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত (কোন পরিবর্তন নেই)। এই রবিবারগুলিতে ব্লু লাইনে ১৫:২০ থেকে ১৯:২০ পর্যন্ত ১০ মিনিটের বিরতির পরিবর্তে ৮ মিনিটের বিরতিতে পরিষেবা পাওয়া যাবে।
এই রবিবারগুলিতে গ্রিন লাইনে ১৬:০২ থেকে ২০:৩০ পর্যন্ত ১৫ মিনিটের বিরতির পরিবর্তে ১০ মিনিটের বিরতিতে পরিষেবা পাওয়া যাবে।
এই রবিবারগুলিতে ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।
এই রবিবারগুলিতে যথারীতি অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jan 03, 2026 10:58 AM IST









