Kolkata Metro Station: আর দেরি নেই, ওরেঞ্জ লাইনে শুরু ট্রায়াল রান! এবার মহড়া দৌড় শুরু হয়ে গেল রুবি থেকে বেলেঘাটা
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ইতিমধ্যেই, পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। রুবি থেকে এই অংশের মেট্রো পরিষেবা বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারণের জন্য শুরু হল তৎপরতা।
কলকাতা: বেলেঘাটা ও রুবির মধ্যে পুরোপুরি ট্রায়াল রান চালু হয়ে গেল। এই অংশে ইতিমধ্যেই পরিদর্শন সেরে গিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। বেশ কিছু বদলের কথা জানিয়ে ছিলেন। এবার পাকাপাকি ভাবে শুরু হয়েছে সেই ট্রায়াল রান। ৪.৩৯ কিলোমিটার এই অংশে সফল ভাবেই ট্রায়াল রান করা হয়েছে৷ মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত ও বেলেঘাটা এই চার স্টেশন জুড়েই ট্রায়াল রান করা হয়েছে।
আপাতত, মেধা রেকের সাহায্য নিয়েই এই গোটা অংশে ট্রায়াল রান চালানো হয়েছে। দুই রাউন্ড ট্রিপ করা হয়েছে বলে মেট্রো সূত্রে খবর৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ট্রায়াল রানে একাধিক প্যারামিটার দেখা হয়েছে৷ যার মধ্যে ট্র্যাক ফিটনেস, এমারজেন্সি ব্রেক, পাওয়ার সাপ্লাই, স্টেশনের কর্মীরা কীভাবে সাড়া দিচ্ছেন এই সব কিছু। আপাতত ট্রায়াল রান দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ৷
advertisement
ইতিমধ্যেই, পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। রুবি থেকে এই অংশের মেট্রো পরিষেবা বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারণের জন্য শুরু হল তৎপরতা।
advertisement
আরও পড়ুন: কিডনি থেকে হার্টের সমস্যা! জল খাওয়ার অভ্যাসে এই ভুল? ফল হতে পারে মারাত্মক, আগে জানুন
নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশ মেট্রোর অরেঞ্জ লাইন। এই অংশের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। বেলেঘাটা পর্যন্ত এই অংশের মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। মেট্রো রেল সূত্রের খবর, মেট্রোর ট্রায়াল রান, সিগন্যাল সহ বিভিন্নরকম সুরক্ষা সংক্রান্ত পরীক্ষা চালানো হচ্ছে।
advertisement
হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা হল পাঁচ (রুবি ও বেলেঘাটাকে ধরে)। রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার। তারপর আসবে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন। তারপর বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন পড়বে। যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত। সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন।
আরও পড়ুন: শুধু AC কিনলেই তো হল না! রয়েছে লুকনো হাজার একটা খরচ…সব ক’টা তো ডিলাররা বলেও না
রুবি থেকে বেলেঘাটা মেট্রো চালু হয়ে গেলে দক্ষিণ থেকে সল্টলেক অবধি আসার যাত্রীদের অনেকটা সুবিধা হবে৷ রেল জানিয়েছে তারা ট্রায়াল রান পুরোপুরি হয়ে গেলে যত দ্রুত সম্ভব যাত্রী পরিষেবা শুরু করে দেবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 28, 2024 10:37 AM IST