AC Hidden Cost: শুধু AC কিনলেই তো হল না! রয়েছে লুকনো হাজার একটা খরচ...সব ক’টা তো ডিলাররা বলেও না
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ডেলিভারি চার্জ: ডিলাররা আপনার বাড়িতে AC পৌঁছে দিতে 300 থেকে 500 টাকা নিতে পারে। অনলাইনে এসি কিনলে ডেলিভারি চার্জ এড়ানো যায়। অনেক বড় শোরুমও আজকাল ডেলিভারি চার্জ নেয় না৷
advertisement
খুব স্বাভাবিক ভাবেই মানুষ এখন এয়ার কান্ডিশনারের একটু আরাম খুঁজছেন৷ বিশেষত, বাড়ির বয়স্কদের জন্যই অনেকে বাধ্য হচ্ছেন বাড়িতে এসি লাগাতে৷ কিন্তু, একটা মোটামুটি ভাল এসি কিনে ইনস্টল করতে গেলে ঠিক কত খরচ পড়ে? এই ধারণাই আমাদের অনেকের নেই৷ তাহলে আসুন দেখে নেওয়া যাক, একটি এসি কিনে ইনস্টল করতে কী কী লুকনো খরচ থাকতে পারে৷
advertisement
advertisement
advertisement
আমরা যদি লক্ষ্য করি, এখন বেশিরভাগ এসি প্রস্তুতকারী সংস্থাগুলি এসি প্যাকেজের পাশাপাশি গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। পরিবর্তে, কোম্পানিগুলি এই ডিভাইসগুলির জন্য গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে চার্জ নিচ্ছে বা গ্রাহকদের বাইরে থেকে কিনতে হচ্ছে। কোম্পানিগুলি এই সরঞ্জামগুলি ইনস্টলেশন প্যাকেজে অন্তর্ভুক্ত করেছে যা গ্রাহকদের আলাদাভাবে কিনতে হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে বেশিরভাগ গ্রাহকেরই এয়ার কন্ডিশনার ইনস্টল করার সময় অতিরিক্ত তামার পাইপের প্রয়োজন হয় না, তবে ড্রেনেজ পাইপ, পাওয়ার প্লাগ এবং ওয়াল মাউন্টের জন্য অতিরিক্ত ৩,২০০ টাকা থেকে ৩,৫০০ টাকা খরচ হয়৷ বেশিরভাগ গ্রাহকরা ব্র্যান্ড ইনস্টলেশনই বেছে নেন৷ কারণ, তাঁরা মনে করেন, স্থানীয় কারও কাছ থেকে নতুন এসি ইনস্টল করানো হলে ওয়ারেন্টি বাতিল হয়ে যেতে পারে।
advertisement