Kolkata Metro Rail: কাউন্টারের ঝক্কি এড়িয়ে, স্মার্ট টিকিটেই জোর মেট্রোরেলের!
- Published by:Ankita Tripathi
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro Rail: একাধিক স্টেশনে ক্যাম্পের আয়োজন করল মেট্রো রেল
কলকাতা: মেট্রো রেলওয়েতে চালু হওয়া বিভিন্ন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি যাত্রীদের কাছে পরিচিত করে তোলার জন্য এবং টিকিটিংয়ে ডিজিটাল লেনদেনের অংশ বৃদ্ধির জন্য, মেট্রো কর্তৃপক্ষ নিয়মিতভাবে বিভিন্ন মেট্রো স্টেশনে বিশেষ শিবিরের আয়োজন করছে। এই উদ্যোগের অংশ হিসেবে, ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন, অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনের সকল স্টেশনে মেট্রো কর্মীদের দ্বারা বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল।
এই শিবিরগুলিতে, মেট্রো ব্যবহারকারীদের উন্নত ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ এবং গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং অ্যাপ স্টোর (iOS) থেকে এটি ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে সচেতন করা হয়েছিল। মেট্রো কর্মীরা তাদের এটি ব্যবহারের পদ্ধতিও দেখিয়েছিলেন। মেট্রো যাত্রীদের UPI পেমেন্ট ভিত্তিক টিকিটিং সিস্টেমের সাহায্যে ASCRM মেশিনের মাধ্যমে টোকেন কিনতে এবং তাদের স্মার্ট কার্ড রিচার্জ/কিনতেও সহায়তা করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
advertisement
জানা গিয়েছে, যাত্রীরা ডিজিটাল সিস্টেমে স্থানান্তরিত হতে এবং টোকেন কেনার স্মার্ট উপায়, মোবাইল ভিত্তিক QR কোড টিকিট, স্মার্ট কার্ড এবং রিচার্জ করার জন্য গভীর আগ্রহ দেখিয়েছেন। তারা দৃশ্যত খুশি ছিলেন কারণ এই ডিজিটাল পদ্ধতি তাদের মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করছে কারণ তাদের রিচার্জ করতে বা স্মার্ট কার্ড বা টিকিট কিনতে বুকিং কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না।
advertisement
কলকাতা মেট্রো তাদের টিকিট ব্যবস্থাকে স্মার্ট করার জন্য QR কোড-ভিত্তিক টিকিট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং চালু করেছে। যাত্রীরা এখন “আমার কলকাতা মেট্রো” অ্যাপ ব্যবহার করে বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে (যেমন, Paytm) QR কোড টিকিট কিনতে পারেন, যা স্মার্ট কার্ডের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও, স্মার্ট কার্ড রিচার্জ করার প্রক্রিয়াও সহজ করা হয়েছে।
advertisement
সুবিধা কী কী: টিকিট বা স্মার্ট কার্ডের ঝামেলা এড়িয়ে সরাসরি মোবাইল থেকেই টিকিট বুক করা এবং ব্যবহার করা যায়।সময় সাশ্রয়: কাউন্টারে দীর্ঘ লাইন এড়ানো যায় এবং দ্রুত মেট্রোতে প্রবেশ করা যায়।
advertisement
ডিজিটাল প্ল্যাটফর্ম: মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের ডিজিটাল টিকিটিং সিস্টেম ব্যবহারে উৎসাহিত করছে, যেমন মোবাইল QR কোড এবং স্মার্ট কার্ড।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2025 11:57 AM IST

