Kolkata Metro: বনগাঁ, হাসনাবাদ, হাবরা এবং বারাসতগামী যাত্রীদের জন্য সুখবর ! মেট্রোর সময়সীমা নির্ধারণ শহরতলির ট্রেনের সময় দেখেই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বনগাঁর জন্য একটি শহরতলির পরিষেবা চালু করা এবং হাসনাবাদ-বারাসত লোকালকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত সম্প্রসারণের ফলে আরও শহরতলির যাত্রীরা এখন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইন মেট্রো পরিষেবা পেতে পারেন।
আবীর ঘোষাল, কলকাতা: মেট্রো রেলওয়ে ইতিমধ্যেই দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে শহরতলির যাত্রীদের দ্রুত, আরামদায়ক এবং মসৃণ পরিষেবা প্রদান শুরু করেছে যা তাদের বাড়ি থেকে কর্মস্থল এবং ফিরে যাওয়ার সময়কে কমিয়ে দিয়েছে। কয়েক বছর আগে এটি কল্পনাও করা যেত না। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বনগাঁর জন্য একটি শহরতলির পরিষেবা চালু করা এবং হাসনাবাদ-বারাসত লোকালকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত সম্প্রসারণের ফলে আরও শহরতলির যাত্রীরা এখন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইন মেট্রো পরিষেবা পেতে পারেন।
গত অগাস্টে নরেন্দ্র মোদি কর্তৃক নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনের উদ্বোধনের পর, বিমানবন্দরে যাতায়াত হাজার হাজার বিমান যাত্রীদের জন্য ইতিমধ্যেই সহজ হয়ে উঠেছে। তাছাড়া, দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনটিও গুরুত্ব পাচ্ছে এবং ইয়েলো লাইনের গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে একটি হয়ে উঠছে, যা শহরতলির যাত্রীদের বিশেষ করে সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে আরাম এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণের অনন্য সুযোগ করে দিচ্ছে। এই স্টেশনটি শহরের বিভিন্ন স্থানে ভ্রমণকারী শহরতলির যাত্রীদের জন্য কলকাতার আরেকটি প্রবেশদ্বার হয়ে উঠেছে। তাদের দীর্ঘ, কষ্টকর যাত্রা ধীরে ধীরে অতীতের বিষয় হয়ে উঠছে কারণ ইয়েলো লাইনের এই স্টেশনটি মেট্রো রেলওয়ে এবং পূর্ব রেলওয়ের মধ্যে একটি নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করছে এবং যাত্রীরা এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে শুরু করে অথবা দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে নেমে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের এই স্টেশন স্পর্শ করে সহজেই শহরতলির পরিষেবা পেতে পারেন। এই সংযোগ যাত্রীদের পূর্ব রেলওয়ের দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে শুরু করে বনগাঁ এবং বারাসত লোকাল ট্রেন চলাচলের এক অনন্য সুযোগ করে দিচ্ছে এবং এর ফলে যাত্রীরা ব্যস্ত সময়ে এবং বিপরীত সময়ে বাস পরিবর্তন করতে পারবেন। এটি মূল্যবান সময়, অর্থ সাশ্রয় করার পাশাপাশি মসৃণ, আরামদায়ক যাতায়াত নিশ্চিত করছে এবং তাদের জীবনকে সহজ করে তুলছে। আগামী দিনে এটি আরও পরিবর্তিত হতে চলেছে। বিশেষ করে সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে, দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কৌশলগত অবস্থান হাজার হাজার যাত্রীর জন্য আশীর্বাদ হয়ে উঠেছে।
advertisement
advertisement
বর্তমানে তারা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ধ্যা ৬.৩৭ মিনিটে ছেড়ে আসা কম জনাকীর্ণ বনগাঁ লোকাল ট্রেন ব্যবহার করতে পারবেন। সন্ধ্যায় তাদের বাড়ি ফিরে যেতে। পূর্ব রেলওয়ে ৪.১২.২০২৫ থেকে রাত ৮.০৫ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁর জন্য একটি নতুন ইএমইউ পরিষেবা চালু করছে, তাই সন্ধ্যার ব্যস্ত সময়ে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে নামার পর আরও বেশি সংখ্যক শহরতলির যাত্রী এই পরিষেবাটি উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে। জনাকীর্ণ বনগাঁ লোকাল ট্রেন ধরতে তাদের শিয়ালদহ স্টেশনে যেতে হবে না।
advertisement
এছাড়া, ৪ ডিসেম্বর থেকে, একটি হাসনাবাদ-বারাসাত ইএমইউ লোকাল ট্রেন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করা হবে। এই ট্রেনটি সন্ধ্যা ৭.৫১ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে। হাসনাবাদ, বসিরহাট, বারাসতের মতো জায়গা থেকে এই ট্রেনে ভ্রমণকারী শহরতলির যাত্রীরা যানজটের ঝামেলা ছাড়াই সন্ধ্যার ব্যস্ত সময়ে বেহালা বা জোকা পৌঁছানোর জন্য সহজেই মেট্রো পরিষেবা গ্রহণ করতে পারবেন। আশা করা হচ্ছে যে এই সংযোগ ব্যবস্থা আরও জনপ্রিয় এবং যাত্রীবান্ধব হয়ে উঠবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2025 10:11 AM IST

