Indigo Flights Cancellations: যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান

Last Updated:

Indigo Flight Operation Disrupted: দেশ জুড়ে এক দিনে বাতিল হল বিমানসংস্থা ইন্ডিগোর ২০০-রও বেশি উড়ান ! বদলানো হল একের পর এক বিমানের সময়সূচি। যার জেরে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতার মতো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান (File Photo)
দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান (File Photo)
কলকাতা: যাত্রী ভোগান্তি অব্যাহত ! আজ, বৃহস্পতিবারও কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ইন্ডিগোর ফ্লাইট বাতিল অথবা অস্বাভাবিক দেরিতে চলছে ৷ কলকাতায় সকাল থেকে ৬টার মুম্বইয়ের ফ্লাইট এবং ৭টা ৫-এর দিল্লির ফ্লাইট বাতিল ৷ গতকাল, বুধবারের পর আজ, বৃহস্পতিবারও একই সমস্যা ইন্ডিগো এয়ারলাইন্সের অধিকাংশ বিমানে।
কলকাতা থেকে বিভিন্ন ফ্লাইটে একই রকম সমস্যা হচ্ছে যাওয়া এবং আসার ক্ষেত্রে। চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদেরকে। অনেক যাত্রী বিমানবন্দরের ভিতরের সহায়তা কেন্দ্র সেখানে গিয়ে কথা বলার পরেও কোন সদুত্তর পাচ্ছে না। এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের বুধবারের পর আজ, বৃহস্পতিবারও অসহযোগিতার অভিযোগ। সকাল থেকে কলকাতা থেকে যাওয়ার ক্ষেত্রেও তিনটি বিমান বাতিল হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে কলকাতা আসার ক্ষেত্রে এখনও পর্যন্ত ৬টি বিমানে এই সমস্যা হয়েছে। যত সময়ে বাড়বে ভোগান্তি আরও বাড়বে বলে এমনটাই মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
advertisement
advertisement
জানা গিয়েছে, ক্রু সঙ্কট, নতুন ডিউটির সময়ের নিয়ম ও প্রযুক্তিগত সমস্যার কারণেই দিল্লি, মুম্বই, হায়দরাবাদ-সহ দেশের বড় বড় বিমানবন্দরগুলিতে ইন্ডিগোর একের পর এক বিমান বাতিল হতে থাকে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১ নভেম্বর থেকে নতুন ডিউটির সময়ের নিয়ম চালু হতেই ইন্ডিগোয় ব্যাপক পাইলট ও কেবিন ক্রু সঙ্কট দেখা গিয়েছে। পাইলটদের বিমান ওড়ানোর সময় সীমাবদ্ধ হয়ে যেতেই পাইলটের অমিল দেখা গিয়েছে। এমনকী, সম্পূর্ণ রস্টার বা কাজের সময়ের তালিকা বাতিল করতে হয়।
advertisement
অন্যদিকে, মঙ্গলবার দিল্লি ও পুণে বিমানবন্দরে প্রযুক্তিগত সমস্যাও দেখা দেয়, যার কারণে চেক ইন ও ডিপারচার কন্ট্রোল সিস্টেম ভেঙে পড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। সারা দিন ধরেই বিমান দেরিতে ওঠা-নামা করায় বাকি বিমানের সময়ও ওলট-পালট হয়ে যায়। যেখানে ইন্ডিগো নিজে দাবি করে যে তারা দৈনিক ২২০০ বিমান পরিচালন করে, সেখানে বুধবার ১৪০০-রও বেশি বিমান দেরিতে উড়েছে। ডিজিসিএ-র তথ্য অনুযায়ী, গত নভেম্বরে মোট ১২৩২টি বিমান বাতিল হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indigo Flights Cancellations: যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান
Next Article
advertisement
Indigo Flights Cancellations: যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান
যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা দেরিতেই চলছে ইন্ডিগোর বিমান
  • যাত্রী ভোগান্তি অব্যাহত !

  • দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল

  • অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান

VIEW MORE
advertisement
advertisement