নতুন পথে দৌড় শুরু মেট্রোর, কর্মী আছে তো? ইউনিয়নের অভিযোগকে গুরুত্ব দিতে রাজি নয় মেট্রো !

Last Updated:

পরিসংখ্যান পেশ করে তাদের দাবি, মোটরম্যান থেকে রক্ষণাবেক্ষণ, এমনকী সাফাই কর্মীও নেই। এরই মধ্যে একাধিক সেকশনে বারবার বদলির ঘটনা ঘটছে। কর্মী এদিক ওদিক করে ম্যানেজ দেওয়ার চেষ্টা হলেও তা কতটা কার্যকর হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

নতুন পথে দৌড় শুরু মেট্রোর, কর্মী আছে তো?
নতুন পথে দৌড় শুরু মেট্রোর, কর্মী আছে তো?
আবীর ঘোষাল, কলকাতা: সোমবার থেকে নয়া ১৪ কিমি পথে ছুটবে মেট্রো। সম্পূর্ণ পথে শুরু ইস্ট-ওয়েস্টে মেট্রো পরিষেবা। এত বড় নেটওয়ার্ক চালানোর জন্য পর্যাপ্ত কর্মী কোথায়? চেয়ারম্যান অফ রেলওয়ে বোর্ডকে জানাল মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলো। পরিসংখ্যান পেশ করে তাদের দাবি, মোটরম্যান থেকে রক্ষণাবেক্ষণ, এমনকী সাফাই কর্মীও নেই। এরই মধ্যে একাধিক সেকশনে বারবার বদলির ঘটনা ঘটছে। কর্মী এদিক ওদিক করে ম্যানেজ দেওয়ার চেষ্টা হলেও তা কতটা কার্যকর হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
অপারেটিং বিভাগে ৬০৮ জন নিয়োগ বাকিমোটরম্যান দরকার ৫০৭ জন আছে ২৪০ জন। শুধু ইস্ট-ওয়েস্ট মেট্রো চালাতে দরকার ৬০ জন মোটরম্যান, আছে মাত্র ৪৫ জন। সিনিয়র মোটরম্যানদের কারশেড থেকে গাড়ি স্টেশন আনতে হয়। পদ থাকলেও নেই শান্টার। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সাফাইয়ের কাজ করত এক বেসরকারি সংস্থা। তাদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। ফলে ব্লু লাইন থেকে সাফাই কর্মী এনে কাজ করতে গিয়ে দু’দিকেই সমস্যা। এসপ্ল্যানেডের মতো গুরুত্বপূর্ণ স্টেশনের গ্রিন লাইন অংশে শিফটে কাজের আধিকারিক মাত্র চার জন, যা নূন্যতম ১০ জন হওয়া দরকার। ট্র‍্যাক ম্যান নিয়োগ নতুন করে হয়নি, এরই মধ্যে নয়া ১৪ কিমি শুরু হওয়ায় বিশ্রাম মিলবে না বলে অভিযোগ কর্মচারী ইউনিয়নগুলোর।
advertisement
advertisement
শুভাশিস সেনগুপ্ত, মেট্রো রেল প্রগতিশীল কর্মচারী ইউনিয়নের নেতা বলছেন, রক্তাপ্লতায় ভুগছিল কলকাতা মেট্রো। এবার সে রক্তশূন্য হয়ে গেল। বারবার বলার পরেও নানা যুক্তি দেওয়া হচ্ছে কিন্তু কর্মী নিয়োগ কবে হবে কেউ জানে না।
advertisement
সুজিত ঘোষ, মেট্রো রেল মেনস ইউনিয়ন, সাধারণ সম্পাদক আবার পরিসংখ্যান দিয়ে বলছেন, মোটরম্যান থেকে অপারেটিং বিভাগ একের পর এক শূন্যপদ তৈরি হয়ে আছে। যদিও নিয়োগ নেই সেখানে।
জেনারেল ম্যানেজার, মেট্রো রেল, পি উদয় কুমার রেড্ডি অবশ্য এইসব গুরুত্ব দিতে রাজি নন। তিনি জানিয়েছেন, সব বিভাগ মিলিত ভাবেই কাজ করছে। তাই যথাযথ পরিষেবা পাওয়া যাবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নতুন পথে দৌড় শুরু মেট্রোর, কর্মী আছে তো? ইউনিয়নের অভিযোগকে গুরুত্ব দিতে রাজি নয় মেট্রো !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement