Kolkata Metro Rail: চালক কোথায়? শোরগোল কলকাতা মেট্রো রেলে

Last Updated:

Kolkata Metro Rail Drivers Problem: মোটরম্যান জোগাতে ভরসা সেই পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল। 

চালক কোথায়? শোরগোল কলকাতা মেট্রো রেলে
চালক কোথায়? শোরগোল কলকাতা মেট্রো রেলে
আবীর ঘোষাল, কলকাতা: চালক কোথায়? শোরগোল কলকাতা মেট্রোয় (Kolkata Metro Rail)। শিয়ালদহ স্টেশন চালু হলেই বাড়বে মেট্রোর সংখ্যা। শনিবার ও রবিবারও চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। কিন্তু চালক কোথায় মেট্রোর? ৮ জন শান্টিং মোটরম্যানকে দেওয়া হল প্রমোশন। চালক চাওয়া হয়েছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল থেকে। তাতেও সমস্যা মিটবে তো? চিন্তায় আধিকারিকরা।
শীঘ্রই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হওয়ার কথা। কিন্তু সেই পরিষেবা কি সুষ্ঠুভাবে শুরু করা যাবে, তা নিয়ে মেট্রো রেলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অতিরিক্ত পরিষেবা দিতে যে পরিমাণ চালকের প্রয়োজন তা মেট্রো রেলের কাছে নেই বলেই সূত্রের খবর। মেট্রোয় ফুলবাগান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যে ট্রেন চলে তাতে চালক রয়েছেন ২১ জন। এখন শুধু চালক নিজেই একার দায়িত্বে ট্রেন চালান। পিছনের কামরায় কোনও গার্ড থাকেন না।
advertisement
advertisement
শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু হয়ে গেলে একদিকে যেমন যাত্রী সংখ্যা বেড়ে যাবে, তেমনি আরও বেশি সংখ্যক ট্রেন এই রুটে চালাতে হবে। শনি ও রবিবার মেট্রো চলবে তখন।  এই রুটে যদি ১০ মিনিট অন্তর ট্রেন চালাতে হয়, তাহলে এখন যত সংখ্যক চালককে দিয়ে ট্রেন চালাতে হচ্ছে, তার অন্তত তিন গুণ লোক লাগবে। কিন্তু সেই পরিমাণ মোটরম্যান পাওয়া যাবে কিনা তা নিয়েই এখন সংশয়। এখন উত্তর–দক্ষিণ ও ইস্ট–ওয়েস্ট মেট্রো মিলিয়ে ২৬৮ জন মোটরম্যান থাকার কথা। কিন্তু মেট্রোর কাছে আছে ২১০ জন। এর মধ্যে আবার চলতি মাসে ৩ জন অবসর নিচ্ছেন। ফলে কমতে শুরু করেছে মোটরম্যান ৷ যারা শান্টিংয়ের কাজ করেন তাদের থেকে ৮ জনকে প্রমোশন দেওয়া হচ্ছে ৷
advertisement
মেট্রো রেল ইউনিয়নের নেতা দিলীপ দে জানিয়েছেন, ২০১২ সাল থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মোটরম্যান নিয়োগ বন্ধ রয়েছে। যারা এখন রয়েছেন, তাঁদের মধ্যে অনেকে অবসর নিচ্ছেন। অনেকেই অবসর নিয়ে নেওয়ায় যাঁরা এখন রয়েছেন, তাঁদের ওপর চাপ বাড়ছে। রেল সূত্রে খবর, এর আগে পূর্ব রেল, দক্ষিণ–পূর্ব রেল ও মেট্রো রেলের মধ্যে চুক্তির মাধ্যমে অন্য দুই রেল থেকে মেট্রোয় চালকের জোগান দেওয়া হত। কিন্তু দক্ষিণ–পূর্ব রেল থেকে মোটরম্যান আসা অনেকদিন ধরেই বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে পূর্ব রেল থেকেও চালক মিলছে না।
advertisement
মেট্রোরেলে এই মুহূর্তে স্থায়ী জেনারেল ম্যানেজার নেই ৷ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অতিরিক্ত দায়িত্ব নিয়ে আছেন। তাই মেট্রো মনে করছে পূর্ব রেল ভরসা জোগাবে মেট্রো রেলকে। তবে মেট্রো রেল চালানোর আগে তাদের আরও তিন মাস প্রশিক্ষণ নিতে হবে। সব মিলিয়ে ভীষণ রকম চিন্তায় কলকাতা মেট্রো। তবে চিন্তার কারণ নেই বলে জানাচ্ছেন মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্র‍ত্যুষ ঘোষ। তিনি জানিয়েছেন, ‘‘যা মোটরম্যান আছে তা যথেষ্ট। যথাসময়ে মোটরম্যান চলে আসবে। পরিষেবায় ঘাটতি হবে না।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail: চালক কোথায়? শোরগোল কলকাতা মেট্রো রেলে
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement