শনিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মূলত পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া চলবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। হতে পারে কালবৈশাখী ঝড়ও। Representative Image
পশ্চিম থেকে নিরবিচ্ছিন্নভাবে বয়ে আসছে শুষ্ক আর গরম হাওয়া ৷ এই দুইয়ের দাপটে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলেই বুধবার জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ একই সঙ্গে তাদের পূর্বাভাস, বুধবার পয়লা মে ঝাড়খণ্ডে গরম হাওয়া বাধা পেতে পারে ৷ উল্টো দিকে বঙ্গোপসাগর থেকে জোরালো ভাবে ঢুকতে পারে জলীয় বাষ্প ৷ তার জেরে কিছুটা কমতে পারে গরম ৷ Representative Image