Kolkata Metro: দমদম মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ যাত্রীর! দক্ষিণেশ্বর-কবি নজরুল স্টেশনে ব্যাহত পরিষেবা

Last Updated:

Kolkata Metro: আবার কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার সকালে দমদম স্টেশনের ডাউন লাইনে সকাল ১১টা ৩১ নাগাদ ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে।

কলকাতা মেট্রোর ফাইল ছবি৷
কলকাতা মেট্রোর ফাইল ছবি৷
কলকাতা: আবার কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার সকালে দমদম স্টেশনের ডাউন লাইনে সকাল ১১টা ৩১ নাগাদ ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। এর জেরে ব্যাহত হয় পরিষেবা। প্রায় ১ ঘণ্টা পরিষেবা বন্ধ ছিল বলে খবর।
কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এই নিয়ে গত ছদিনে তিনটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার আত্মহত্যার জেরে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন লাইমে পরিষেবা বন্ধ ছিল। বেলা সাড়ে ১২টা নাগাদ আবার পরিষেবা স্বাভাবিক হয়।
advertisement
advertisement
নিয়মিত মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা ঘটার ফলে ব্যাপক প্রভাব পড়ছে মেট্রো পরিষেবায়। অফিস টাইমে গন্তব্যে পৌঁছতে অসুবিধায় পড়ছেন যাত্রীরা। এর আগে ২২ নভেম্বর মহাত্মা গান্ধি রোড স্টেশনে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। তার আগে ২০ নভেম্বর নেতাজি স্টেশনে চলন্ত ট্রেনের সামনেই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আরও একজন।
advertisement
ব্যস্ত সময়ে এই ধরনের ঘটনার জন্য বার বার অসুবিধায় পড়তে হয়েছে যাত্রীদের। এই ধরনের ঘটনা আটকাতে কয়েকটি স্টেশনে গার্ডরেলও বসায় মেট্রো কর্তৃপক্ষ। তবে তাতে যে লাভ হয়নি, এতেই প্রমাণ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: দমদম মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ যাত্রীর! দক্ষিণেশ্বর-কবি নজরুল স্টেশনে ব্যাহত পরিষেবা
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় !

  • রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা

  • তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না

VIEW MORE
advertisement
advertisement