Kolkata Metro: গ্রিন লাইনের শেষ মেট্রোয় আজ সময়ের বদল, ট্র্যাফিক ব্লক রেখে কাজ হবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মধ্যে

Last Updated:

একইভাবে, সল্টলেক সেক্টর ৫ থেকে শেষ মেট্রো পরিষেবা হাওড়া ময়দানের উদ্দেশ্যে ২১.৪৭ টার পরিবর্তে ২০.৪৬ টায় ছেড়ে যাবে। এই করিডোরে স্বাভাবিক পরিষেবাগুলি বুধবার ১২ নভেম্বর, ২০২৫-এ উপলব্ধ থাকবে।

গ্রিন লাইনের শেষ মেট্রোয় আজ সময়ের বদল (Representative Image)
গ্রিন লাইনের শেষ মেট্রোয় আজ সময়ের বদল (Representative Image)
আবীর ঘোষাল, কলকাতা: ট্র্যাফিক ব্লকের কারণে গ্রিন লাইনের শেষ মেট্রো পরিষেবাগুলি আজ, মঙ্গলবার পুনঃনির্ধারণ করা হবে। হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পরিষেবা সল্টলেক সেক্টর ৫-এর উদ্দেশ্যে ২১.৪৫ টার পরিবর্তে ২০.৪৫ টায় ছেড়ে যাবে। একইভাবে, সল্টলেক সেক্টর ৫ থেকে শেষ মেট্রো পরিষেবা হাওড়া ময়দানের উদ্দেশ্যে ২১.৪৭ টার পরিবর্তে ২০.৪৬ টায় ছেড়ে যাবে। এই করিডোরে স্বাভাবিক পরিষেবাগুলি বুধবার ১২ নভেম্বর, ২০২৫-এ উপলব্ধ থাকবে।
ট্র্যাফিক ব্লক করে কাজ হবে। সেই কারণে আজ, মঙ্গলবার গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হল। দুই প্রান্তিক স্টেশন থেকে আজ অন্তত এক ঘণ্টা আগে ছাড়বে শেষ মেট্রো। এর আগে গত রবিবার এমন কাজ করা হয়েছিল। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা এবং নির্বিঘ্নে পরিষেবা পরিচালনার জন্য গ্রিন লাইনের ট্রাফিক বন্ধ করে পরীক্ষানিরীক্ষার প্রয়োজন। মঙ্গলবার অর্থাৎ ১১ নভেম্বর সেই পরীক্ষা করা হবে। সেই কারণে ওই লাইনে শেষ মেট্রোর সূচিতে কিছুটা বদল করা হয়েছে।
advertisement
advertisement
অন্য মঙ্গলবার হাওড়া ময়দান থেকে সল্টলেকগামী শেষ মেট্রো ছাড়ে রাত পৌনে ১০টার সময়। কিন্তু ৯ নভেম্বর সেই সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত পৌনে ৯টায়। অন্য দিকে, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো রাত ৯টা ৪৭ মিনিটের পরিবর্তে ছা়ড়বে রাত ৮টা ৪৭ মিনিটে। প্রথম মেট্রো বা দিনের অন্য সময়ের পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না বলেই জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।
advertisement
আগামিকাল, বুধবার স্বাভাবিকভাবেই মেট্রো চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন দৈনিক কয়েক লক্ষের বেশি মানুষ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে যাতায়াত করেন। শনি ও রবিবার সংখ্যাটা একটু কম হলেও যাত্রীদের মেট্রো চাহিদা বাড়ছে এই রুটেও। মাঝে বেশ কয়েকদিন সিগন্যাল বিভ্রাট নিয়ে সামান্য সমস্যা তৈরি হয়েছিল। তবে ধাপে ধাপে প্রযুক্তির যথাযথ রক্ষণাবেক্ষণ ও বজায় রাখার জন্য এই বিশেষ কাজ চলবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: গ্রিন লাইনের শেষ মেট্রোয় আজ সময়ের বদল, ট্র্যাফিক ব্লক রেখে কাজ হবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মধ্যে
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement