Kolkata Metro: আজই ফাইনাল পরীক্ষা! সবুজ সঙ্কেত পেলেই বৌবাজারে সুড়ঙ্গ পথে ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Kolkata Metro: বউবাজারের সুড়ঙ্গ পেরিয়ে কবে থেকে চলবে মেট্রো? প্রতীক্ষায় বহু যাত্রী। আজ, রবিবারই ইস্ট ওয়েস্ট মেট্রোর ফাইনাল পরীক্ষা।
কলকাতা: বউবাজারের সুড়ঙ্গ পেরিয়ে কবে থেকে চলবে মেট্রো? প্রতীক্ষায় বহু যাত্রী। আজ, রবিবারই ইস্ট ওয়েস্ট মেট্রোর ফাইনাল পরীক্ষা। ইতিমধ্যেই পরিদর্শন শুরু হল সিআরএস (কমিশন অফ রেলওয়ে সেফটি)। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশে পরিদর্শন হচ্ছে রবিবার।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি) তৈরি হয়ে গিয়েছে। সিআরএস অনুমতি দিলেই এবার যাত্রী পরিষেবা শুরু হবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত।
advertisement
আরও পড়ুন: ভ্যাপসা গরম, দু’দিন যেতে না যেতেই কালো হয়ে যাচ্ছে কলা? এইভাবে রাখলে ৭ দিন পরেও দিব্যি থাকবে টাটকা
advertisement
প্রসঙ্গত, মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার কারণে এর আগে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। শনিবার ২৬ এপ্রিল থেকে আগামী সোমবার, ২৮ এপ্রিল পর্যন্ত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরো পথে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। সোমবার অফিসের দিনে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তি বাড়বে যাত্রীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 27, 2025 3:57 PM IST








