Astrology: সূর্য-চন্দ্রের মহামিলন! হিরের মতো চমকে উঠবে ৫ রাশির কপাল, টাকাপয়সা-সোনাদানার বন্যা, চাকরিতে প্রোমোশন পাকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Surya Chandra Yuti Rashifal: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গ্রহের রাজা সূর্যদেব এবং মনের কারক চন্দ্র ২৭ এপ্রিল ২০২৫-এ এক রাশিতে মিলিত হয়েছেন। মেষ রাশিতে ঘটতে চলা এই যুগলবন্দীর প্রভাব রাশি চক্রের সব রাশির উপর গভীরভাবে পড়বে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য চন্দ্রের যুগলবন্দী লাভজনক হতে পারে। শিক্ষাগত কাজে যুক্ত জাতক জাতিকারা ভাল ফল পাবেন। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। অর্থনৈতিক উন্নতি হবে। ব্যবসায় বড় অংশীদারিত্ব স্থির হতে পারে। চাকরিতে উন্নতির পথ খুলবে। বড় সিদ্ধান্ত নিতে পারবেন।
advertisement
advertisement
প্রেম জীবনে সম্পর্ক আগের থেকে ভাল হবে। জীবনে প্রেম আসতে পারে। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)