Kolkata Accident: মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাবা-মা, আচমকা স্কুটিতে দানব বাসের ধাক্কা...! যাদবপুরের রাস্তায় রক্তের বন্যা, মায়ের মর্মান্তিক মৃত্যু

Last Updated:

Kolkata Accident Today: বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় বাইক থেকে পড়ে প্রাণ গেল মায়ের। সাতসকালে যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডের সামনেই মর্মান্তিক দুর্ঘটনা।

যাদবপুরে পথ-দুর্ঘটনা
যাদবপুরে পথ-দুর্ঘটনা
কলকাতাঃ বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় বাইক থেকে পড়ে প্রাণ গেল মায়ের। সাতসকালে যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডের সামনেই মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত হয়েছেন শিশুর বাবাও। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে বছর তিনেকের ওই শিশুকন্যা।
প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ২০ মিনিট নাগাদ স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা বছর ২৮-এর দেবশ্রী মণ্ডল। এইট বি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে S-31 রুটের সরকারি বাস, বাইকে ধাক্কা মারা। বাইক ছিটকে পড়েন তিনজনে।
আরও পড়ুনঃ উচ্চতা অনুযায়ী ওজন কত হলে ‘পারফেক্ট’? আপনার বয়সের আন্দাজে কত হলে ‘নো টেনশন’? চার্ট দেখে মিলিয়ে নিন…
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবশ্রীর। গুরুতর আহত হয়েছেন শিশুর বাবাও। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই থানায় পৌঁছে গিয়েছে পরিবারের সদস্যরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন যাদবপুর থানার আধিকারিকরা। যাদবপুর থানার তরফে আটক করা হয়েছে ঘাতক বাসের চালককে।
advertisement
advertisement
এদিকে, গড়িয়া ঢালাই ব্রিজে পথ দুর্ঘটনা। এক শিশু ও মহিলা-সহ জখম পাঁচ। মিনিডোর গাড়ির ধাক্কা অটোয়। সিগন্যাল ফেল করে গড়িয়া ঢালাই ব্রিজ থেকে সোনারপুরের দিকে আসা ম্যাটাডোর গাড়ি উল্টোদিক থেকে আসা দুটি অটোকে মারে।এক পথচারী-সহ চার অটো যাত্রী আহত, যাদের মধ্যে একজন মহিলা এবং এক শিশু রয়েছে। গুরুতর জখম অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি মহিলা। বাকিরা রেমিডিতে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, আটক ঘাতক ম্যাটাডোর ও তার চালক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Accident: মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাবা-মা, আচমকা স্কুটিতে দানব বাসের ধাক্কা...! যাদবপুরের রাস্তায় রক্তের বন্যা, মায়ের মর্মান্তিক মৃত্যু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement