৩০ জানুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা, এবার থাকছে দুরন্ত চমক! হয়ে গেল ঘোষণা
- Published by:Teesta Barman
Last Updated:
গত বছর ৩১ জানুয়ারিতেই বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু বিধাননগরে পুরভোটের কারণে প্রায় এক মাস পিছিয়ে যায় মেলা। ২০২১ সালে করোনার কারণে বইমেলা আয়োজিত হয়নি।
#কলকাতা: আর ঠিক দু'মাস। তার পরেই করুণাময়ী বইপোকাদের কোলাহল। প্রকাশ্যে এল কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিন ক্ষণ।
আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা বইমেলা। ৪৬তম আন্তর্জাতিক বইমেলা শেষ হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৩। গত কয়েক বছরের মতো এবারও বইমেলা প্রাঙ্গণ, সেন্ট্রাল পার্কে আয়োজিত হচ্ছে মেলা। ভরে উঠবে বইয়ের স্টলে। এবারের থিম, কান্ট্রি স্পেন। প্রসঙ্গত ২০০৬ সালেও এই থিমে বইমেলা আয়োজিত হয়েছিল। ১৭ বছর পর সেই থিম ফিরবে আবার।
advertisement
advertisement
৯ম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল আয়োজিত হবে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সেন্ট্রাল পার্কই হবে বইমেলার স্থায়ী ঠিকানা। ৪৬তম বইমেলা উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা ছাড়াও সে দিন উপস্থিত থাকবেন অন্য বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
গত বছর ৩১ জানুয়ারিতেই বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু বিধাননগরে পুরভোটের কারণে প্রায় এক মাস পিছিয়ে যায় মেলা। ২০২১ সালে করোনার কারণে বইমেলা আয়োজিত হয়নি। তাই সংক্রমণের হাত থেক রক্ষা পেতে গত বছর সমস্ত কোভিড-১৯ বিধি মেনে মেলার আয়োজন করা হয়েছিল।
এবার তারিখ নির্দিষ্ট করা হয়েছে ৩১ জানুয়ারিতেই। ভরা শীতেই সেন্ট্রাল পার্ক গমগম করবে বইপ্রেমীদের ভিড়ে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গন।
advertisement
জানা গিয়েছে, বইমেলায় কয়েকশো বই ও লিটল ম্যাগাজিনের স্টল থাকবে বিস্তর জায়গায়। শুধু বই নয়, থাকবে খাওয়াদাওয়া, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বিভিন্ন খাবারের স্টল আছে এই বইমেলায়। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে ইচ্ছে মতো খাবার খেয়ে নিতে পারেন। তার জন্য আছে ফুড কোর্টের ব্যবস্থা। প্রায় প্রতিদিন কোনও না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মুক্ত মঞ্চে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2022 4:52 PM IST