Kolkata Book Fair 2025: বাংলাদেশের স্টল নেই এবারের বইমেলায়, কলকাতার পাশাপাশি আরও দুই পড়শি রাজ্যেও এবছর ছিল না

Last Updated:

Kolkata International Book Fair 2025: ২০২৫ সালের কলকাতা বইমেলা ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই বইমেলার ৪৮ তম সংস্করণে প্রথমবারের মতো থিম কান্ট্রি হতে যাচ্ছে জার্মানি।

বাংলাদেশের স্টল নেই এবারের বইমেলায় (File Photo)
বাংলাদেশের স্টল নেই এবারের বইমেলায় (File Photo)
আবীর ঘোষাল, কলকাতা: ২৮ বছরের মধ্যে প্রথমবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই বাংলাদেশ। ২০২৫ সালের কলকাতা বইমেলা ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই বইমেলার ৪৮ তম সংস্করণে প্রথমবারের মতো থিম কান্ট্রি হতে যাচ্ছে জার্মানি।
জার্মানি ছাড়াও এখনও পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়ার নাম উল্লেখ পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে থেকে গত ২৮ বছর ধরে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বইমেলায় থিম কান্ট্রি হয়েছিল বাংলাদেশ।
advertisement
advertisement
সম্প্রতি গুয়াহাটিতে হয়েছিল অসম গ্রন্থমেলা। প্রতি বছর বাংলাদেশের একাধিক প্রকাশনা সংস্থার স্টল থাকে এখানে। গত বার বাংলাদেশের স্টলের সংখ্যা ছিল ১০। কিন্তু এ বছর সে দেশের অশান্ত পরিবেশের প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়েই শুরু হয়েছিল গ্রন্থমেলা।
গত ২ জানুয়ারি থেকে গত ১৪ জানুয়ারি পর্যন্ত আগরতলা বইমেলা চলে শহরের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। মেলার স্টল বরাদ্দ করার জন্য লটারি হয়েছিল বাংলাদেশকে বাদ দিয়েই। ফলে ওই বইমেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ১৫০টি স্টল থাকলেও বাংলাদেশের কোনও স্টল ছিল না।
advertisement
মেলায় মোট ১০৫৭ টি স্টল থাকবে। গত বছরেও একই ছিল। ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা থাকছে। এ বছর দুটি নতুন প্রবেশদ্বার নির্মিত হয়েছে, একটি সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী এবং অন্যটি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের নামে। জার্মান স্থাপত্যের অনুকরণে দুটো গেট থাকছে। থাকছে জীবনানন্দ ও নজরুল গেট। মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিধাননগর পুলিশ কমিশনারেট, দমকল বিভাগ এবং অন্যান্য প্রশাসনিক সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে। এবার বইমেলায় থাকছে লটারি। লটারি বিজেতারা পাবেন ১ হাজার টাকা মূল্যের বুক কুপন। সেটা দেখিয়ে তাঁরা স্টল থেকে যে কোনও বই কিনতে পারবেন।
advertisement
আজ, মঙ্গলবার থেকে বইপ্রেমীদের সুবিধার্থে বাড়তি সরকারি বাস এবং মেট্রোর পরিষেবা থাকবে।  বিকেল চারটেয় হবে বইমেলার উদ্বোধন ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Book Fair 2025: বাংলাদেশের স্টল নেই এবারের বইমেলায়, কলকাতার পাশাপাশি আরও দুই পড়শি রাজ্যেও এবছর ছিল না
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement