করুণাময়ী ও সেন্ট্রাল পার্কে বিশেষ ব্যবস্থা, বই মেলার জন্য মেট্রো রেলের সময়সূচি জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Book Fair Special Metro: শিয়ালদহ ও সেক্টর ফাইভের মধ্যে সোমবার থেকে শনিবারের মধ্যে প্রতিদিন আপ ও ডাউন লাইনে ১০৬টি মেট্রো চলে। কিন্তু বইমেলার সময়ে সংখ্যাটা বেড়ে হচ্ছে ১২২। আপ লাইনে চলবে ৬১টি মেট্রো। ডাউন লাইনেও সমসংখ্যক মেট্রো চলবে।
আবীর ঘোষাল, কলকাতা: ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে এবারের কলকাতা বইমেলা। সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই বইমেলা উপলক্ষেই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলবে স্পেশ্যাল মেট্রো। শিয়ালদহ ও সেক্টর ফাইভের মধ্যে সোমবার থেকে শনিবারের মধ্যে প্রতিদিন আপ ও ডাউন লাইনে ১০৬টি মেট্রো চলে। কিন্তু বইমেলার সময়ে সংখ্যাটা বেড়ে হচ্ছে ১২২। আপ লাইনে চলবে ৬১টি মেট্রো। ডাউন লাইনেও সমসংখ্যক মেট্রো চলবে। রাতের শেষ মেট্রোর ক্ষেত্রেও সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।
আরও পড়ুন– তাপমাত্রা অনেকটাই কমল কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ জেলায়, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে। উল্টোপথে প্রথম মেট্রো সাতটা বেজে পাঁচ মিনিটে। শিয়ালদহ থেকে রাতের শেষ মেট্রো ৯টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে। বইমেলা যতদিন চলবে, ততদিন দুপুর ২টো বেজে ৫ মিনিট থেকে রাত ৯টা বেজে ১৫ মিনিটের মধ্যে প্রতি ১২ মিনিট অন্তর পরিষেবা পাওয়া বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। বইমেলা পার্কের সবথেকে কাছের স্টেশন করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক। যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা থাকছে এই দু’টি স্টেশনেও।
advertisement
advertisement
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের জন্য বিশেষ মেট্রো ব্যবস্থা রাখা হচ্ছে। সব স্টেশনেই ভিড় সামাল দেওয়ার জন্য অতিরিক্ত কর্মী থাকবে। তা ছাড়া সকলের পক্ষে অনলাইনে টিকিট কাটা সম্ভব নাও হতে পারে। সেই কারণে কাউন্টারে অতিরিক্ত কর্মী রাখা হবে। এই অংশে গোটাটাই প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর আছে। ফলে আধুনিক প্রযুক্তির কারণে বাকি সমস্যা হবার কথা নয়। শনি ও রবিবার ভিড় বাড়তে পারে। তাই এই দুই দিন চাহিদা বুঝে সময়ের ব্যবধান কমিয়ে মেট্রো চালানো যায় কিনা সেটা দেখবে কর্তৃপক্ষ। গিল্ডের পক্ষ থেকে আবেদন জানানোয় আপাতত মেট্রোর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ স্থগিত করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2025 9:36 AM IST