SSC Scam: বার বার চেয়েও মিলছে না শিক্ষক নিয়োগের ‘ফাইল’! সিবিআইয়ের বিস্ফোরক অভিযোগ, এবার কি আদালতে?
- Published by:Satabdi Adhikary
- Written by:Amit Sarkar
Last Updated:
এই রিপোর্টের আগে ওই ফাইল গুরুত্বপূর্ণ। তাই চেয়ে পাঠানো হয় ফাইল। কিন্তু এখনও সেই ফাইল পাঠানো হয়নি শিক্ষা দফতরের তরফে বলে দাবি করছে সিবিআই। যদি এই ফাইল হাতে না আসে, তাহলে প্রয়োজনে আদালতে জানানো হবে বলে সিবিআই সূত্রে খবর।
কলকাতা: শিক্ষক নিয়োগের ‘সিদ্ধান্ত’ সম্পর্কিত ফাইল এখনও অধরা। গুরুত্বপূর্ণ ফাইল চেয়েও পাচ্ছে না সিবিআই। সূত্রের দাবি, শিক্ষা দফতরের কাছে গুরুত্বপূর্ণ ফাইল চেয়ে চিঠি দিয়েছে সিবিআই। সেই ফাইল এখনও হাতে আসেনি বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গত ১৫ দিন আগেও বেশ কয়েকটি ফাইল চেয়ে পাঠানো হয় শিক্ষা দফতর ও এসএসসির কাছে।
সিবিআই সূত্রে খবর, ওই কয়েকটি ফাইলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কিত নথি রয়েছে। যে ফাইলগুলো এসএসসি, শিক্ষা দফতরের একাধিক কর্তার টেবিলে গিয়েছিল। ওই ফাইল গিয়েছিল খোদ শিক্ষামন্ত্রীর টেবিলেও।
আরও পড়ুন: শীতে কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাচ্ছেন! একবার খেয়ে দেখুন এই পাতা…কাজ হবে ম্যাজিকের মতো
সিবিআই সূত্রে দাবি, শিক্ষক নিয়োগ নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্ত লিপিবদ্ধ ফাইলগুলো তদন্তের স্বার্থে এখন প্রয়োজন তদন্তকারীদের। তদন্ত নিয়ে আগামী ৯ জানুয়ারি কলকাতা হাইকোর্টে কম্প্রিহেন্সিভ রিপোর্ট জমা দেবে সিবিআই।
advertisement
advertisement
এই রিপোর্টের আগে ওই ফাইল গুরুত্বপূর্ণ। তাই চেয়ে পাঠানো হয় ফাইল। কিন্তু এখনও সেই ফাইল পাঠানো হয়নি শিক্ষা দফতরের তরফে বলে দাবি করছে সিবিআই। যদি এই ফাইল হাতে না আসে, তাহলে প্রয়োজনে আদালতে জানানো হবে বলে সিবিআই সূত্রে খবর।
প্রসঙ্গত, এর আগেও কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল চেয়ে পাঠানো হয়েছিল। পরবর্তী সময় সিবিআই জানতে পারে ওই ফাইলগুলো শিক্ষা দফতর থেকে উধাও হয়ে গিয়েছে। তা নিয়ে পুলিশেও অভিযোগ দায়ের করেছিল শিক্ষা দফতর। তদন্তের স্বার্থে শিক্ষা দফতর থেকে বিভিন্ন সময় নথি, ফাইল চাওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। শিক্ষা দফতরের তরফে সেগুলো দিয়ে সহযোগিতা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: DA বাড়ানোর পরের দিনই নবান্নের সামনে আন্দোলনকারীরা! ঘটনা গড়াল হাইকোর্ট পর্যন্ত
বিভিন্ন সময় শিক্ষা দফতর, এসএসসির বিভিন্ন কর্মকর্তাদের ডাকা হয়েছে। তাঁরা সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। এই পর্বে একেবারে তদন্ত গুটিয়ে আনছে সিবিআই। হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। তার আগে বেশ কিছু তথ্য আরও প্রয়োজন। তাঁর জন্য শিক্ষক নিয়োগের আগে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সম্পর্কিত ফাইল চেয়ে পাঠানো হয়। কিন্তু সেগুলো এখনও অধরা বলে দাবি সিবিআইয়ের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
December 29, 2023 1:21 PM IST